আজঃ শুক্রবার ০৩ মে ২০২৪
শিরোনাম

‘টিউশন ওয়ান্টেড ইন পিরোজপুর’এর উদ্যোগে ইফতার আয়োজন

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০23 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

গত ১৯ এপ্রিল, রোজ বুধবার পিরোজপুর জেলার সুন্দর মনোরম ও পারিবারিক পরিবেশে রাজমহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল এই জেলার স্বনামধন্য ফেইসবুক গ্রুপ টিউশন ওয়ান্টেড ইন পিরোজপুর-(TWP)-এর ইফতার আয়োজন। তাদের এবারের ইফতার আয়োজনের টাইটেল ছিল ‘‘ইফতার মজলিশ-২০২৩। রমজান উদযাপন ও আত্মোন্নতি নিয়ে আলোচনা।’’

ছোট একটা জেলা শহর পিরোজপুর। কিন্তু ছোট হলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগননা-২০২২ অনুযায়ী দেশের অন্যান্য জেলাগুলোর থেকে পিরোজপুরই সর্বোচ্চ স্বাক্ষরতার হারে এগিয়ে। আর এই সাফল্যের নেপথ্যে যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন এ জেলার সম্মানিত শিক্ষকবৃন্দ। এতে সমস্ত স্কুল কলেজের শিক্ষকদের তো আছেই সেই সাথে এই জেলার হাজার হাজার প্রাইভেট টিউটরদের অবদানও রয়েছে। এই প্রাইভেট টিউটরদের অধিকাংশদের একত্রে নিয়েই টিউশন ওয়ান্টেড ইন পিরোজপুর ওরফে TWP এর সুদীর্ঘ পথচলা।

গ্রুপটির প্রতিষ্ঠাতা মো.এইচ এম রানেল ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারিতে মাত্র কয়েকজন টিউটরদের নিয়ে এই গ্রুপ শুরু করেন। তার লক্ষ্য ছিল সমস্ত টিউটরদের একটা প্লাটফর্মে একত্রিত করা এবং সেখান থেকে জেলা শহরে শিক্ষার আলো ছড়ানোটা আরও সহজ করে তোলা।

দীর্ঘ ৫ বছর পথচলার পর তারা এখন প্রায় ৮ হাজার সদস্যের একটি গ্রুপ। যাদের মধ্যে অধিকাংশ টিউটর, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এখানে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করে অভিভাবকরা টিউটর পেয়ে যান,আর সেই সাথে টিউটররা তাদের টিউশনিও পেয়ে যান। তবে এখানে উল্লেখ্য এটা একটা সম্পূর্ণ অলাভজনক এবং অরাজনৈতিক প্লাটফর্ম। টিউশন সরবরাহ করা ছাড়াও এই গ্রুপের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম চালানো হয়, বিভিন্ন চাকরির জন্য সমস্ত রকমের প্রস্তুতি সম্পন্ন করতে সাহায্য করা হয়। সব মিলিয়ে গ্রুপটা একটা আলোকিত সমাজ উপহার দিয়ে চলছে।

বিগত প্রতিবছরের ন্যায় এবারেও তারা তাদের সদস্যদের নিয়ে ইফতার আয়োজন করেছিলেন, সিয়াম সাধনার এই মাসে নিজেদের সদস্যদের সাথে বসে ইফতার করার উদ্দেশ্যের পাশাপাশি সদস্যদের বর্তমান টিউশনির অবস্থা সম্পর্কে জানা, কিভাবে আরও উন্নতি করা যায়। চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিভাবে নিজেকে আরও প্রস্তুত করা যায় সেই বিষয়ে টিপস দেওয়াই ছিল উক্ত ইফতার আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের এবারের ভেন্যু ছিল রাজমহল রেস্টুরেন্ট।

প্রথমেই কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর গ্রুপের পক্ষ থেকে একজন মডারেটর শুভেচ্ছা বক্তব্য পেশ করেন। পরক্ষণেই শুরু হয় সমস্ত সদস্যদের সাথে পরিচয় পর্ব। একে একে সবাই সবার পরিচয় দেন এবং সেই সাথে সংক্ষেপে গ্রুপের প্রতি তাদের অভিব্যক্তিও প্রকাশ করেন। বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট জেলা শাখা পিরোজপুর এর সাবেক যুব প্রধান শুভদ্বীপ সিকদার শুভ, জেলা কালেক্টেরটর স্কুল এর ইংরেজি শিক্ষক মোন রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের হিসাব সহকারী সুমন আকন, ফ্লোরেন্স নার্সিং ইনস্টিটিউটের পরিচালক এম এ মুন্না সহ বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা এবং টিউটররা। এরপর গ্রুপের পক্ষ থেকে সম্মানিত এডমিন মো: এইচ এম রানেল সমাপনী বক্তব্য রাখেন।

বলা যায়, সকলের সাথে ছোটখাটো একটা মিলনসভার মত হয়ে গেছিলো এরপর দোয়া আদায়ের পর্ব এসে যায়। দোয়ার শেষে নির্ধারিত সময়ে ইফতার শুরু করা হয়। ইফতার শেষে গ্রুপের সবাই মিলে ছবি তুলে সেটাকে এবারের ইফতার মজলিশের স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখেন।

গ্রুপটা পিরোজপুর শহরে অধিক প্রচলিত। আলো ছড়ানোর কারনে সকলেই সমাদর করে এদেরকে। তাই গ্রুপের সকল সদস্য পিরোজপুর জেলা তথা সমস্ত দেশবাসীর জন্য রমজান মাসের দোয়া করেছেন। এই দোয়ার মাধ্যমেই টিউশন ওয়ান্টেড ইন পিরোজপুর এর এবারের ইফতার আয়োজন সম্পন্ন হয়।

এরপর দোয়া আদায়ের পর্ব এসে যায়। দোয়ার শেষে নির্ধারিত সময়ে ইফতার শুরু করা হয়। ইফতার শেষে গ্রুপের সবাই মিলে ছবি তুলে সেটাকে এবারের ইফতার মজলিশের স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখেন।

গ্রুপটা পিরোজপুর শহরে অধিক প্রচলিত। আলো ছড়ানোর কারনে সকলেই সমাদর করে এদেরকে। তাই গ্রুপের সকল সদস্য পিরোজপুর জেলা তথা সমস্ত দেশবাসীর জন্য রমজান মাসের দোয়া করেছেন। এই দোয়ার মাধ্যমেই টিউশন ওয়ান্টেড ইন পিরোজপুর এর এবারের ইফতার আয়োজন সম্পন্ন হয়।

 

নিউজ ট্যাগ: পিরোজপুর ইফতার

আরও খবর



২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় তিন কোটি

প্রকাশিত:মঙ্গলবার ০৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার ঘরমুখো মানুষ। ফলে যানবাহনের চাপ দিগুণ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় এ সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের চেয়ে দিগুণেরও বেশি গাড়ি চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি টাকারও বেশি।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৭ হাজার ২৩২ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৬ হাজার ১৯৫ গাড়ি চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে তিন কোটি তিন লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।

এসব তথ্য নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দিগুণেরও বেশি গাড়ি পারাপার হয়েছে। আজকেও প্রচুর গাড়ি পার হচ্ছে।


আরও খবর



২৪ ঘণ্টা না যেতেই আবারও কমলো স্বর্ণের দাম

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
অর্থ ও বাণিজ্য ডেস্ক

Image

একদিন না যেতেই আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দাম এক লাখ ১৪ হাজার ১৯১ টাকা থেকে কমিয়ে এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বিকেল ৩টা ৫০ মি‌নিট থেকেই নতুন এ দাম কার্যকর করা হয়েছে।

এর আগে, গত ৬, ৮ ও ১৮ এপ্রিল স্বর্ণের দা‌ম বা‌ড়ি‌য়ে‌ছিল বাজুস। এর ম‌ধ্যে ৬ এপ্রিল বে‌ড়ে‌ছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা ও ১৮ এপ্রিল বে‌ড়ে‌ছিল দুই হাজার ৬৫ টাকা। পরে ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর একদিন পর ২১ এপ্রিল আবার ভরিতে ৬৩০ টাকা বাড়ায় বাজুস।

এর দুই দিন পর ২৩ এপ্রিল তিন হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা ও ২৫ এপ্রিল ভালো মানের স্বর্ণ ভরিতে ৬৩০ টাকা কমানোরর ঘোষণা দিলো বাজুস। অর্থাৎ তিন দিনে ভ‌রি‌তে স্বর্ণের দাম ক‌মেছে পাঁচ হাজার ৮৬৮ টাকা।


আরও খবর



সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ১০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১০ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি বলেন, আসুন, আমরা আত্মীয়-পরিজন, পাড়া-প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই।

প্রধানমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মুবারক।

আজ মঙ্গলবার (১০ এপ্রিল) হিজরি ক্যালেন্ডারের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


আরও খবর



এমপি-মন্ত্রীদের আত্মীয় প্রার্থী হওয়া নিয়ে আইনে কোনো বাধা নেই

প্রকাশিত:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
জেলা প্রতিনিধি

Image

এমপি-মন্ত্রীদের আত্মীয়দের প্রার্থী হওয়া নিয়ে আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আনিছুর রহমান বলেন, আইনে বলা আছে যিনি প্রাপ্তবয়ষ্ক, যিনি ভোটে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন এমন যে কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন। আমরা জেনেছি অনেক স্থানে এমপি-মন্ত্রীদের আত্মীয় প্রার্থী হয়েছেন। তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী আমরা কোথাও কোনো সমস্যা দেখছি না। তবে যেসব উপজেলায় সমস্যা সৃষ্টি হবে, আমাদের কাছে আইন আছে, আমরা ভোট স্থগিত রাখতে পারি। আইন অমান্য করলে প্রার্থিতা বাতিল করতে পারি।

তিনি আরও বলেন, গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বেশি ভোটার উপস্থিতি আশা করছে নির্বাচন কমিশন। সেজন্য রিটার্নিং কর্মকর্তাসহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান প্রমুখ।

মতবিনিময় সভায় ইসি আনিছুর রহমান কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য শোনেন। এরপর তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রসঙ্গত, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের প্রার্থী হতে দলীয়ভাবে নিষেধ করা হয়েছে। দলীয় কোন্দল নিরসন এবং নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। কেউ যাতে নির্বাচনী পরিবেশ নষ্ট না করে- সে বিষয়ে সতর্ক থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর



হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ এর বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গতকাল সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে। গতকাল এবং আজ তার কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাতে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

গতকাল বিএনপির একটি সূত্র জানিয়েছিল, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছিল। সেটার চিকিৎসার জন্যই গতকাল হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।


আরও খবর