
তৃতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হলেন দেশের
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। বিষয়টি নিশ্চিত করে তার বাবা সংগীতশিল্পী ফেরদৌস
ওয়াহিদ জানান, হাবিবের স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) হাবিব
ও শিফার বিয়ে হয়েছে। যদিও গ্রামের বাড়িতে থাকার কারণে সেই বিয়েতে ফেরদৌস ওয়াহিদ উপস্থিত
ছিলেন না।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) হাবিব নিজেই তার
বিয়ের খবর জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত
জীবনে ঘটে যাওয়া হঠাৎ একটি ঘটনা আপনাদেরকেও জানাতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমার
বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা)।
স্ট্যাটাসে হাবিব আরও বলেন, বৈশ্বিক মহামারির
কারণে সারা বিশ্ব বর্তমানে অস্থির সময়ের মধ্য দিয়ে যাওয়ায় বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত
পরিসরে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, হাবিবের স্ত্রী শিফা শোবিজের সঙ্গে
জড়িত। মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করেন।