
বেগম খালেদা
জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দেওয়া কানাডিয় মানবাধিকার সংস্থা কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল
অর্গানাইজেশনের (সিএইআরআইও) প্রতিষ্ঠাতা প্রধান যোশে ম্যারিও গুইলোম্বাকে (৬৪) গ্রেপ্তার
করেছে টরেন্টো পুলিশ। গত বৃহস্পতিবার (৯ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে
অভিযোগ, মানবাধিকার বিষয়ক সহায়তা চাইতে যাওয়া এক নারীকে একাধিকবার জোর করে আটকে রেখে
যৌন হয়রানি করা হয়েছে।
টরেন্টো পুলিশের
ওয়েব সাইটে জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি এবং এক মার্চ ওই নারী ১২৭৫ ফিঞ্চ অ্যাভিনিউ
ওয়েস্টে অবস্থিত কানাডিয়ান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় ম্যারিও’র কাছে সহযোগিতা চাইতে যান। কিন্তু
সেখানে তাকে আটকে রেখে যৌন নির্যাতন করা হয়।
তার বিরুদ্ধে
পাঁচটি যৌন নিপীড়ন ও দুটি জোর করে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে বলেও জানায় টরেন্টো
পুলিশ।
প্রসঙ্গত, কয়েক
বছর আগে ‘কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানইজেশন (সিএইচআরআইও)’ নামের এই সংগঠনটি বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলো।