আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

যুক্তরাষ্ট্রে আর করোনা মহামারি নেই: বাইডেন

প্রকাশিত:বুধবার ২১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২১ সেপ্টেম্বর ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

২০২০ সালে করোনা মহামরি শুরুর পর থেকে প্রাণঘাতী এই রোগে মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, যুক্তরাষ্ট্র করোনা মহামারির সেই ভয়াল অধ্যায় পেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য মিশিগানের বৃহত্তম নগর ডেট্রয়েটে একটি অটো শো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জো বাইডেন। সেখানে মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে একটি সাক্ষাৎকারও দেন তিনি।

সাক্ষাৎকারে তাকে যুক্তরাষ্ট্রের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে অটো শো উপভোগ করতে আসা জনতার দিকে ইশারা করে সিবিএসের সাংবাদিককে তিনি বলেন, আপনি নিশ্চয়ই এখানে উপস্থিত লোকজনের একটি ব্যাপার খেয়াল করেছেন কেউই এখানে মাস্ক পরেননি এবং সবাইকে খুবই উৎফুল্ল দেখাচ্ছে। আমার মনে হয় দেশের পরিস্থিতিতে পরিবর্তন আসছে। আমরা মহামারির সেই ভয়াল অধ্যায় পেছনে ফেলে এসেছি। যুক্তরাষ্ট্রে মহামারি শেষ হয়েছে।

সম্প্রতি অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসও বলেছেন, বিশ্বজুড়ে করোনা মহামারির সমাপ্তির নানা লক্ষণ ইতোমধ্যেই প্রত্যক্ষ করা যাচ্ছে। তবে বাইডেনের এই বক্তব্যের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারা। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান পার্টির জেষ্ঠ্য নেতা মাইক পম্পেও এক টুইটবার্তায় বলেন, বাইডেন এখন বলছেন করোনা মহামারি দূর হয়ে গেছে, কিন্তু টিকা না নেওয়ার অভিযোগে মার্কিন বাহিনীর প্রায় ১০ হাজার সেনাসদস্যকে বহিষ্কার করেছেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬১ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৮২১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৫ লাখ ৩১ হাজার ৯০৯ জনের।

বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ২০ জানুয়ারি। তারপর থেকে গত ৩২ মাসে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৫৫৫ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে মোট ১০ লাখ ৭৮ হাজার ৯৩৮ জনের। গত কিছুদিনে বৈশ্বিকভাবে দৈনিক সংক্রমণ-মৃত্যু অনেকখানি কমেছে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রেও কমেছে এই রোগের প্রকোপ। কিন্তু তারপরও বর্তমানে দেশটিতে গড়ে প্রতিদিন করেনায় ৪০০ জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন ‍যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত ৭ দিনে দেশেটিতে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

বিশ্বের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ডা. অ্যান্থনি ফাউসি সোমবার এক সাক্ষাৎকারে বলেন, এটা ঠিক যে যুক্তরাষ্ট্রের সম্প্রতি করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুহার কমেছে, তবে এখনও প্রতিদিন যে পরিমাণ মানুষ এ রোগে মারা যাচ্ছেন তা রীতিমতো অগ্রহণযোগ্য। বাইডেন প্রশাসনের কর্মকর্তারাও বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আপাতত দেশের কোভিডনীতির পরিবর্তন ও করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি তুলে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

নিউজ ট্যাগ: জো বাইডেন

আরও খবর



পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা গেল ট্রায়াল ট্রেন

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
শাকিল মোল্লা, রাজবাড়ী

Image

পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে পদ্মা সেতুর অফিশিয়াল ট্রায়াল রানের জন্য একটি ট্রেন রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজবাড়ী রেল স্টেশন থেকে ট্রেনটি ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায়।

রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার সময় ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌছায়। ট্রেনটিতে ৮টি কোচ ও ১টি ইঞ্জিন রয়েছে। আজ বুধবার সকালে ট্রেনটি ছেড়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবেন।

আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।

নিউজ ট্যাগ: ট্রায়াল ট্রেন

আরও খবর



‘ইইউ পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচন সংবিধান অনুযায়ী হবে’

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক না পাঠালেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ইইউ পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না। পর্যবেক্ষক পাঠাবে কি না, সেটা তো তাদের ব্যাপার।

তিনি বলেন, ইইউ বলেছেন তারা স্বচ্ছ নির্বাচন চান। আমরাও বলেছি আমরা স্বচ্ছ নির্বাচন করব। আমাদের ইলেকশন কমিশন শতভাগ স্বাধীন ও নিরপেক্ষ। এ সময় মার্কিন ভিসানীতির প্রয়োগ শুরুকে খুবই ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারিবিষয়ক এই উপদেষ্টা।

সালমান এফ রহমান বলেন, যারা নির্বাচনে বাধা দেবে, সহিংসতা করবে, তাদের ভীসা নিষেধাজ্ঞা দেবে। আমরা তো নির্বাচনে বাধা দিচ্ছি না। যারা বাধা দেওয়ার হুমকি-ধমকি দিচ্ছে তাদের ওপর নিষেধাজ্ঞা দিক। এর আগে, গত ২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ইইউ পর্যবেক্ষক দল না পাঠালে নির্বাচনের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, গত কয়েক বছর ধরেই ইইউর সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়েছে। এরসঙ্গে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোকে অতি সরলীকরণ করে কোনো সিদ্ধান্তে আসার সুযোগ নেই। ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব চ্যালেঞ্জ আছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়ে দেয় ইইউ।

ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি জানান, বিশেষজ্ঞদের মূল্যায়নে বাংলাদেশের আগামী নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী না হওয়ার আশঙ্কায় ইইউ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।


আরও খবর



জি–২০ সম্মেলনকে ঘিরে ‘অচল’ দিল্লি

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

যদি বলা হয় লকডাউনে রাজসিক যজ্ঞ, মোটেই বাড়াবাড়ি হবে না। কিংবা যদি বলা হয়, জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রাণহীন দিল্লিতে, সেটাও অতিশয়োক্তি হবে না মোটেই।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু করে রোববার পর্যন্ত দিল্লির প্রাণকেন্দ্র নিউ দিল্লি জেলার হাল এমনই হতে চলেছে। শীর্ষ সম্মেলন নিরুপদ্রব ও নির্বিঘ্ন করে তুলতে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ যা যা করছে, আজ পর্যন্ত কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর হাল তেমন হয়নি।

নিউ দিল্লি বা লুটিয়েন্স দিল্লি বলতে সেই এলাকাকে বোঝায়, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্র ও রাজ্য সরকারের সব রথীমহারথীর বাস। যেখানে কেন্দ্রীয় সরকারের অধিকাংশ দপ্তর অবস্থিত। যেখানে পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের অবস্থান। কনট প্লেস, খান মার্কেট, বেঙ্গলি মার্কেটের মতো বিশাল ও অভিজাত বাজার রয়েছে, আছে ইন্ডিয়া গেট জুড়ে মনোরম সবুজের রমরমা। বড় বড় হোটেল, মিউজিয়াম। এক কথায় বিশ্বের পর্যটকেরা যে অঞ্চলে বছরভর ঘুরে বেড়াতে ভালোবাসেন, এই নিউ দিল্লি এলাকা তাই।

এই জেলার মধ্যেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে আন্তর্জাতিক সম্মেলনস্থল ভারত মন্ডপম, অনেক আগে যার নাম ছিল প্রগতি ময়দান। এই ভারত মন্ডপমেই হতে চলেছে দুই দিনের জি২০ শীর্ষ সম্মেলন। সে জন্য সেজেগুজে দিল্লি প্রস্তুত। অথচ কাল থেকে সেখানে প্রাণের স্পন্দন অনুভূত হবে না। হবে না কারণ, গোটা নিউ দিল্লি জেলাকে নিষেধাজ্ঞার বেড়াজালে বেঁধে দিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে কনট প্লেস, খান মার্কেট, গোল মার্কেট, বেঙ্গলি মার্কেটসহ নিউ দিল্লি জেলার মধ্যে থাকা সব বাণিজ্য এলাকা। কোনো দোকান খোলা হবে না সোমবার ভোরের আগে। বন্ধ রাখতে হবে সব সিনেমা-থিয়েটার হল। কোনো সরকারি যান চলবে না। শনি ও রোববার বন্ধ থাকবে দিল্লি শহরের রাস্তার পরিচিত অটোরিকশা, ট্যাক্সি। বেসরকারি যান চলাচলও বন্ধ থাকবে ওই তল্লাটে। বৈধ পাসধারী ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ।

বিমানবন্দর থেকে মূল শহরে আসার জন্য ন্যাশনাল হাইওয়ে খোলা রাখা হবে শুধু সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের জন্য। বাকিদের ঘুর পথে শহরে যাওয়ার রাস্তা বাতলানো হয়েছে।

এই ঝঞ্ঝাট থেকে বাঁচতে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো তাদের কয়েকটি পরিষেবা বন্ধ রাখছে বলে জানিয়েছে। রাষ্ট্রীয় নেতাদের বিশেষ বিমান রাখার কারণে বিমানবন্দরেও ঠাঁই নাই ঠাঁই নাই রব উঠেছে। হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ বিদেশি এয়ারক্র্যাফট রাখতে। রাজধানীর ভালো কোনো হোটেলে একটি ঘরও খালি নেই। সরকার আগে থেকে সব বুক করে ফেলেছে।

বিমানবন্দর বা রেলস্টেশন থেকে নিয়ন্ত্রিত এলাকায় যেতেআসতে যাত্রীদের টিকিট বা হোটেল বুকিংয়ের প্রমাণ দিতে হবে। নইলে পুলিশ থেকে ছাড় মিলবে না। দেশবিদেশের সাংবাদিকদের হাল সবচেয়ে খারাপ। ভারত মন্ডপমে যেতে হলে তাঁদের প্রত্যেককে সকাল ছয়টায় হাজির হতে হবে দক্ষিণ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেখান থেকে ভারত মন্ডপম যেতেআসতে ভরসা বিশেষ শাটল বাস।

বৈধ পাস নিয়ে ভারত মন্ডপমে গাড়ি নিয়ে যাওয়া গেলেও সেখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ওই অঞ্চলে যাওয়ার জন্য মেট্রোরেলের একমাত্র স্টেশন, যার নাম সুপ্রিম কোর্ট স্টেশন, তা টানা তিন দিন বন্ধ থাকবে। ওই স্টেশনে কোনো মেট্রো থামবে না। কাজেই সংবাদমাধ্যমের এত মাত্র গতি সরকারি শাটল বাস।

নিউ দিল্লি এলাকার বাসিন্দাদের বলা হয়েছে, তিন দিনের বাজারহাট সবাই যেন আগেভাগে সেরে ফেলেন। অফিসকাছারি, স্কুলকলেজ, মলসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বাসিন্দাদের বলা হয়েছে অনাবশ্যক ঘোরাফেরা না করতে। এমনকি তিন দিন প্রাতর্ভ্রমণ না করারও পরামর্শ দিল্লি পুলিশের পক্ষে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, নিউ দিল্লি জেলায় তিন দিন জোমাটো, সুইগি, অ্যামাজনের মতো সংস্থা খাবার বা অন্য কিছু ডেলিভারি দিতে পারবে না। এই তিন দিন ২০০এরও বেশি প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য এই তিন দিন দিল্লি মেট্রো ভোর চারটা থেকে চালানো হবে। কিন্তু নিউ দিল্লি পুরো বন্ধ থাকার ফলে কে বা কারা তাতে চাপবে, সেই প্রশ্ন উঠেছে।

সম্মেলন উপলক্ষে কনট প্লেস সাজানো হয়েছিল। সে জন্য খরচ হয়েছে প্রায় ৪ কোটি রুপি। কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে বলে এই অনিন্দ্যসুন্দর মার্কেট প্লেসের সৌন্দর্য বিদেশি অতিথিরা উপভোগ করতে পারবেন না। কনট প্লেসের ব্যবসায়ী সংগঠনের আক্ষেপ, তিন দিনে শুধু তাঁদের বাণিজ্যিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৪০০ কোটির টাকার কাছাকাছি।

লকডাউন শব্দে প্রবল আপত্তি দিল্লি পুলিশের। অথচ যা হচ্ছে তাতে নির্দ্বিধায় বলা যায় কোভিডকালে জনপ্রিয় হওয়া শব্দ লকডাউন ফিরিয়ে এনে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ শীর্ষ সম্মেলন। প্রাণহীন মহাযজ্ঞ।


আরও খবর



বার্ষিক কর্মসম্পাদনে বেস্ট অ্যাওয়ার্ড পেলেন ডা. রায়হান

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

Image

বগুড়ার শেরপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ রায়হান পিএএ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন মূল্যায়নের প্রথম স্থান অধিকার করে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনার  কার্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী" উন্নয়ন  সমৃদ্ধির স্মার্ট লাইভস্টক" সেমিনার এবং এপিএ মুল্যায়ন অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী ২০২৩, ক্যাটেগরিতে ৪২টি সূচকের বিপরীতে সামগ্রিক মূল্যায়ন রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৭টি উপজেলার মধ্যে বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড-১ম স্থান অর্জন করেন তিনি।

ইত:পূর্বে জনবান্ধব এই কর্মকর্তা রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত জনপ্রশাসন পদক (গোল্ড মেডেল), প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক, (গোল্ড মেডেল), জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বুনিয়াদি প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অধিকার করে রেক্টর্স(গোল্ড মেডেল), দীপ্ত টেলিভিশন মিডিয়া অ্যাওয়ার্ড। রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইনোভেশন কর্মকর্তা অ্যাওয়ার্ড অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব(আইসিটি ও উন্নয়ন) ড. মোকছেদ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.নাহিদ রশীদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো: এমদাদুল হক তালুকদার। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো: নজরুল ইসলাম ঝন্টু এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সম্প্রতিক এই প্রাপ্তিতে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শেরপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান পিএএ বলেন, এই সম্মাননা ব্যাক্তিগতভাবে আমার নয় নেপথ্যে থাকা টিম প্রাণিসম্পদ শেরপুর, বগুড়ার নিরলস শ্রমের ফসল।


আরও খবর



নাটোর-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন সিদ্দিকুর রহমান

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি

Image

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গনভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোয়ন বোর্ডের সভায় তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান, নাটোর-৪ আসনে দলীয় মনোনয়ন চেয়ে ১৭ নেতা মনোনয়ন ফরম কেনেন। মনোনয়ন বোর্ড মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দলের মনোনয়ন দিয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসন শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। এই আসনের ভোট অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ২৫ সেপ্টেম্বর।


আরও খবর