আজঃ রবিবার ১৯ মে ২০২৪
শিরোনাম

মূল্যস্ফীতির হার সংশোধন কাটছাঁট হচ্ছে এডিপি

প্রকাশিত:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | অনলাইন সংস্করণ
অর্থ ও বাণিজ্য ডেস্ক

Image

চাল, ডাল, তেল, চিনিসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখীর কারণে সরকার মুদ্রাস্ফীতির আগের হার সংশোধন করেছে। দুদফা বাড়িয়ে সংশোধিত মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে অর্থ বিভাগ। যদিও চলতি অর্থবছরের শুরুতে প্রত্যাশা ছিল এটি ৫ দশমিক ৪ শতাংশের ঘরে থাকবে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবসহ নানা কারণে তা নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। অপরদিকে অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে লক্ষ্যমাত্রা এক শতাংশ কমিয়ে জিডিপির প্রবৃদ্ধির হারও ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়। শুরুতে প্রবৃদ্ধি ধরা হয় ৭ দশমিক ৫ শতাংশ। এছাড়া চলতি বাজেটের আকারও ২০ হাজার ৯৩ কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত অর্থনৈতিক কো-অর্ডিনেশন কাউন্সিল বৈঠকে উল্লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে এই কাটছাঁটের কারণে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা থেকে কমে সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৯৭১ কোটি টাকা। এ বিষয়ে অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অর্থনীতির বেশ কয়েকটি সূচক নতুন করে সমন্বয় করা হয়েছে। তবে চলতি অর্থবছরে রাজস্ব আয় খাতে হাত দেওয়া হয়নি। কারণ, বছরের শুরুতে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটি অর্জন করা সম্ভব হবে বলে মনে করছে অর্থ বিভাগ। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সরকারি অংশের বরাদ্দও কাটছাঁট করা হচ্ছে। সে অঙ্ক কমপক্ষে ২০ হাজার কোটি টাকা হবে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এডিপির এই কাটছাঁট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখবে না। বাজেট প্রণয়নের শুরুতে অনুমানের ভিত্তিতে প্রাক্কলন সঠিক ছিল না। জানতে চাইলে অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, এ মুহূর্তে বিশেষ নজর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে। মূল্যস্ফীতির হার অস্বাভাবিক বৃদ্ধির কারণে নিু ও মধ্যম আয়ের শ্রেণির মানুষ কষ্টে আছে। তবে এডিপি থেকে ২০ হাজার কোটি টাকা কাটছাঁট মূল্যস্ফীতিতে কোনো প্রভাব ফেলবেন না। তিনি আরও বলেন, জিডিপির প্রবৃদ্ধি কম বা বেশি হচ্ছে, এটি মানুষ দেখবে না। সাধারণ মানুষ দেখবে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমছে কি না। বর্তমান মূল্যস্ফীতির হার সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিরাজ করছে। ফলে ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির নতুন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটিও অনেক বেশি। এটি আরও কমিয়ে আনতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, সরকার এডিপির অংশ থেকে কাটছাঁট করছে ২০ হাজার কোটি টাকা। এটি মোট বাজেটের তুলনায় কিছুই না। এ পদক্ষেপ মূল্যস্ফীতি কমাতে কোনো কাজে আসবে না। তিনি আরও বলেন, বাজেট প্রণয়নের আগেই বৈশ্বিক সংকটের আলামত ছিল। কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গত ফেব্রুয়ারিতে শুরু হয়। ওই সময় মুদ্রার বিনিময় হার, বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি এবং টাকার অবমূল্যায়নে মূল্যস্ফীতি উসকে যেতে পারে, সেগুলো আমলে নেওয়া দরকার ছিল। ফলে অনুমানের ভিত্তিতে যে প্রাক্কলন করা হয়েছে, তা সঠিক হয়নি। এই অর্থনীতিবিদ মনে করেন, গড় মূল্যস্ফীতি কমলেও ভোক্তা মূল্যস্ফীতি কমছে না। মূল্যস্তর উঁচুতে থেকে যাচ্ছে; কিন্তু মূল্যস্ফীতি কমছে। এতে ভোক্তার উপকার আসবে না। এখন সরকারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বেষ্টনীর আকার শক্তিশালী, খোলাবাজারে পণ্য বিক্রি কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বাজার ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে।

সূত্রমতে, আগামী দিনের মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটি বিবেচনায় আনতে বিগত ৫ মাসের মূল্যস্ফীতির ওপর একটি সমীক্ষা করেছে অর্থ বিভাগ। সেখানে দেখানো হয়, আগামী অর্থবছরে (২০২৩-২৪) মূল্যস্ফীতি পর্যায়ক্রমে কমে আসবে। তবে চলতি অর্থবছরে (২০২২-২৩) মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তার তুলনায় বেশি হবে। সমীক্ষায় বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শিগগিরই বন্ধ হবে-এমনটি প্রত্যাশা মাথায় রেখে অর্থবছরের শুরুতে সরকার ৫ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু আগস্টে সর্বকালের মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৬ শতাংশে ওঠে। তবে সেপ্টেম্বর থেকে সেটি পর্যায়ক্রমে কমে আসে। সেপ্টেম্বরে একটু কমে তা হয়েছে ৯.১ শতাংশ, অক্টোবরে এই হার ছিল ৮.৯১ শতাংশ। সর্বশেষ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে বলেছেন, নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮.৮৫ শতাংশ হয়েছে।

পর্যায়ক্রমে মূল্যস্ফীতির হার কমে আসার প্রবণতা বিশ্লেষণ করে অর্থ বিভাগ মনে করছে, শেষ পর্যন্ত গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নেমে আসবে। এজন্য সংশোধিত মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়। পর্যবেক্ষণে আরও বলা হয়, মূল্যস্ফীতির বড় অংশ নির্ভর করে চালের মূল্যের ওপর। অপরদিকে দেশে খাদ্যশস্যের বাম্পার ফলন হয়েছে। ধরে নেওয়া হচ্ছে, চলতি মাসে চালের মূল্য কমবে। এছাড়া প্রত্যাশা করা হচ্ছে আগামী দিনে আউসের ফলনও বাম্পার হবে। কারণ, ঐতিহাসিকভাবে দেখা গেছে, বন্যার পর কৃষিজমির উর্বরতা বৃদ্ধি পায়। এ বছর একটি বড় বন্যা হয়েছে। ফলে জমির উর্বরতা বাড়বে। এতে ফসলের উৎপাদনও ভালো হবে। আর অধিক উৎপাদনের প্রভাবে চালের মূল্য হ্রাস পেয়ে মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে নিয়ামক হিসাবে কাজ করবে।

এ বছরের শুরুতে রাজস্ব আয় ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা ধরা হয়। এটি অর্জন হবে-এমনটি ধরে অর্থ বিভাগ রাজস্ব লক্ষ্যমাত্রা কাটছাঁট না করার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ তথ্যমতে, গত অর্থবছরের প্রথম ৫ মাসের (জুলাই-নভেম্বর) তুলনায় চলতি বছরের একই সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। গত বছরের নভেম্বর পর্যন্ত রাজস্ব আহরণের পরিমাণ ছিল ১ লাখ ২ হাজার ২৬৪ দশমিক ৮২ কোটি টাকা। চলতি অর্থবছরের একই সময়ে আদায় হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬২০ দশমিক ৭৭ কোটি টাকা। তবে এ বছর এডিপি থেকে কিছুটা কাটছাঁট করা হচ্ছে। এ বছর এডিপির আকার হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কৃচ্ছ সাধনের জন্য অর্থ বিভাগ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়। এসব পদক্ষেপের কারণে এমনিতে জিডিপি প্রবৃদ্ধি কম হবে। বিশেষ করে আগামী দিনগুলোয় আমদানি আরও হ্রাস পাবে। কারণ, ইতোমধ্যে আমদানি ব্যয় কমাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রতিফলন গত নভেম্বর থেকে ঘটছে। এরই মধ্যে আমদানি ব্যয় কমতে শুরু করেছে। এছাড়া নানা কারণে একধরনের সংকট রয়েছে অর্থনীতিতে। যে কারণে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এক শতাংশ কমিয়েছে সরকার।

নিউজ ট্যাগ: মূল্যস্ফীতি

আরও খবর



টাঙ্গাইলে ট্রা‌ক-কাভার্ডভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষ, নিহত ১

প্রকাশিত:মঙ্গলবার ০৭ মে ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি

Image

টাঙ্গাইলের কা‌লিহাতীতে ট্রা‌ক ও কাভার্ডভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে একজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরও দুইজন।আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (৭ মে) ভোর ৫ টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার সরা‌তৈল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষনিক হতাহ‌ত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

এদি‌কে দুর্ঘটনার কার‌ণে মহাসড়‌কে প‌রিবহন চলাচল বন্ধ হ‌য়ে‌ যায়। এতে মহাসড়‌কের চার কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়। ফ‌লে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা প‌রিবহন ও ঢাকা থেকে ছে‌ড়ে আসা পরিবহনগু‌লো এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব‌্যবহার না ক‌রে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে।

এছাড়া দুর্ঘটনার পরই ক্ষ‌তিগ্রস্ত দুইটি যানবাহন উদ্ধার কার্যক্রম শুরু ক‌রে পু‌লিশ। গা‌ড়ি দুইটি সড়ক থেকে সরা‌নোর পর মহাসড়‌কে প‌রিবহন চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ‌-প‌রিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রা‌কের সা‌থে উত্তরবঙ্গগামী কাভার্ডভ‌্যা‌নের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রা‌ক চালক মারা যান। এছাড়া কাভার্ডভ‌্যা‌নের চালকসহ আরও দুইজন গুরুত্বর আহত হন। আহত‌দের দ্রুত উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহত ট্রাক চাল‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ নিহতের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।


আরও খবর



ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে কাঠমান্ডু

প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাড়ছে রাজধানী ঢাকার বায়ুদূষণ। মাঝে শহরটির বাতাসের মানের কিছুটা উন্নতি হলেও কিছুদিন যাবত বৃষ্টি না হওয়ায় ঢাকার বাতাসের মান আবারও দূষণের দিকে যাচ্ছে।

আজ শনিবার সকাল ১০ টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩ নম্বরে উঠে এসেছে ঢাকা। আজ ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর

দূষিত শহরের তালিকায় ১৯০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু; ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। এ ছাড়া ১৫৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে চীনের বেইজিং।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে দিনের পর দিন ঢাকায় বায়ু দূষণ বেড়েই চলেছে। এর তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, বিশ্বে বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ বাড়ছে।

নিউজ ট্যাগ: বায়ুদূষণ

আরও খবর



টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:রবিবার ০৫ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। উড়তে থাকা স্বাগতিকদের সামনে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ। অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

গত ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের একাদশে এসেছে দুই পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা, জোনাথন ক্যাম্পবেল ও অ্যাশলে এনডিলুভু।


আরও খবর



মোংলা বন্দরে এ মাসে ভিড়ল ৮টি কন্টেইনারবাহী জাহাজ

প্রকাশিত:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আবু বকর সিদ্দিক, মোংলা প্রতিনিধি

Image

মার্কস লাইনের ১৮৬ মিটারের লাইবেরিয়ান পতাকাবাহী মার্কস হাই পং কন্টেইনারবাহী জাহাজ মোংলা বন্দরের ৯ নং জেটিতে আগমনের মধ্য দিয়ে করোনা মহামারি পরবর্তী মোংলা বন্দরের জেটিতে এক মাসে সর্বোচ্চ ৮ টি কন্টেইনারবাহী বাণিজ্য জাহাজ আগমনের রেকর্ড করে।

এ সময়ে জাহাজে ১৮৭৫ টিইইউজ কন্টেইনারজাত মালামাল আমদানি-রপ্তানি করা হয়।

এ সকল বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফেবরিকস, মেশিনারি, আপেল, ট্রাই সাইকেলপার্টস, ইলেকট্রিক্যাল গুডস, হোয়াইট ক্লিংকার, ফার্টিলাইজার, ক্যালসিয়াম কার্বোনেট, কপার ক্যাথোডস ইত্যাদি আমদানি এবং জুট, জুট গুডস, সিরিমপস, কার্বস, হোয়াইট ফিস, ক্লে টাইলস, ড্রাইড ফিস, মেশিনারি, গার্মেন্টস প্রোডাক্টস, কটন ইয়ার্ন ইত্যাদি রপ্তানি করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) মোংলা বন্দরের পি.পি জেটি নং-৭ এ সিংগাপুর পতাকাবাহী কোটা টেনেগা এবং এমভি কোটা রানচাক, এমভি মার্কস ভিলাডিভসটক, এমভি মার্কস কুইনজু, এমভি মার্কস চট্টগ্রাম, এমভি মার্কস ঢাকা বন্দরের বিভিন্ন জেটিতে নোঙর করে। বর্তমানে বন্দর জেটিতে গড়ে প্রতি সপ্তাহে ২ টি করে কন্টেইনার জাহাজ আগমন করছে।

শিপিং এজেন্ট, মোংলা কাস্টমস এজেন্ট এ্যাসোসিয়েশন, চেম্বার অব কমার্স খুলনা ও বাগেরহাট, আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের সাথে ধারাবাহিকভাবে মিটিং ও সমন্বয়সহ বন্দরে আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে জেটি থেকে দ্রুততার সাথে স্বল্প সময়ের মধ্যে কন্টেইনার খালাস বোঝাই সম্ভব হচ্ছে।

একই সাথে গিয়ারলেস জাহাজ হ্যান্ডলিং এর সুযোগ সৃষ্টি হওয়ায় কন্টেইনারবাহী সমুদ্রগামী জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে বন্দর ব্যবহারকারীদের মোংলা বন্দরের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি তাদের সময় এবং অর্থের সাশ্রয় হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে মোংলা বন্দর বদ্ধ পরিকর। বন্দরকে আধুনিক ও বিশ্বমানের স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।


আরও খবর



জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

প্রকাশিত:শুক্রবার ১০ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১০ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে দিল্লির সুপ্রিম কোর্ট। শুক্রবার (১০ মে) বার্তাসংস্থা এএফপি ও হিন্দুস্থান টাইমস এই তথ্য জানিয়েছে।

বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ১ জুন পর্যন্ত জামিন দিয়েছেন। সেদিনটিই চলমান সাত ধাপের লোকসভা নির্বাচনের ভোটের শেষদিন।

এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন লোকসভা নির্বাচন শুরুর আগে গ্রেপ্তার করা হলো, তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) প্রশ্ন করে সুপ্রিম কোর্ট।

গত ২১ মার্চ কেজরিওয়ালকে আবগারি নীতির সঙ্গে সংশ্লিষ্ট একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়।

দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করা মামলায় আইনগত নিরাপত্তা চেয়ে কেজরিওয়ালের আবেদন দিল্লি হাইকোর্ট ফিরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ইডির একটি ১২ সদস্যের দল উত্তর দিল্লির সিভিল লাইনস এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

এতোদিন তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কারা-হেফাজতে বসেই দিল্লির সরকার চালিয়ে এসেছেন।


আরও খবর