আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বৃহস্পতিবার

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর শুভ আবির্ভাব ঘটে।

দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।

মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতর যুগ।

তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।

মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত লাভ বা মহান রাব্বুর আলামিনের নৈকট্য লাভ করেন।

পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামিক ফাউন্ডেশনের এই অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। এর আগে বাদ আসর তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্ত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন করবেন।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল, ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ঢাকা শহরের বিভিন্ন স্কুলে নৈতিকতা ও চরিত্র গঠন বিষয়ক সেমিনার, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।

এছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমীতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনেরও ব্যবস্থা নেয়া হয়েছে।


আরও খবর
ভূমিকম্প হলে যে দোয়া পড়তে হয়

শনিবার ০২ ডিসেম্বর 2০২3

জুমাবারের আমল

শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩




জামালপুরে ট্রেনে আগুন

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জামালপুর প্রতিনিধি

Image

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে ট্রেশনে দাঁড়ানো অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি। সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, ট্রেনটি রাত ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


আরও খবর



সাবিনাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর কেমন দল

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

সিঙ্গাপুর নারী ফুটবল দলের মরোক্কান কোচ করিম বেনশেরিফা নিজের লক্ষ্যটা লুকাননি। তিনি বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকেই নিয়েছেন আগামীর প্রস্তুতি হিসেবে। সিঙ্গাপুর নিজেদের মেয়েদের দলটিকে নতুন করে গড়ে তুলতে চাইছে। বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ সেই প্রস্তুতিরই অংশ। আজ বিকেল চারটায় কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাবিনাসানজিদাতহুরামাসরুরাদের বিপক্ষে মাঠে নেমে নিজেদের ঝালিয়ে নিতে চান সিঙ্গাপুর কোচ বেনশেরিফা।

মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৩০। বাংলাদেশের ১৪২। সিঙ্গাপুরের কোচ অবশ্য নিজেদের বাংলাদেশের চেয়ে খুব এগিয়ে রাখতে চান না, ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে আমরা এগিয়ে। তবে আমি মনে করি না, আমরা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশ খুব ভালো দল। ম্যাচটা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে বলে মনে করি আমি।

সিঙ্গাপুর দলটি আসলে কেমন? বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু মনে করেন, শারীরিক দিক দিয়ে দলটি বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও মাঠে লড়াইটা হবে সমানেসমান, ওদের দলটিকে যা দেখেছি, মনে হলো শারীরিক দিক দিয়ে ওদের মেয়েরা এগিয়ে। ওদের লম্বা খেলোয়াড় কয়েকজন আছে। লম্বা খেলোয়াড়েরা বাতাসে সুবিধা পাবে। কিন্তু আমরাও পিছিয়ে নেই। আমার দলে কুশলী খেলোয়াড় আছে। আমার দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে। মাঠের লড়াইটা বেশ সমানেসমানই হবে বলে আমি মনে করি।

সাবিনা খাতুনদের কাছে সিঙ্গাপুর খুব একটা অপরিচিত প্রতিপক্ষ নয়। সিঙ্গাপুরের খেলোয়াড়দের মুখগুলো ভালোই চেনা বাংলাদেশের মেয়েদের। গত সেপ্টেম্বরে চীনের হাংজু এশিয়ান গেমসে গেমস ভিলেজে সিঙ্গাপুর দলের সঙ্গেই ছিল বাংলাদেশের মেয়েরা। প্রতিদিনই সকালের নাশতার টেবিলে দেখা হতো দুই দলের খেলোয়াড়দের। সেই সিঙ্গাপুর আবার মাঠের প্রতিপক্ষ হিসেবে কিছুটা অপরিচিতই। এ দলটার সঙ্গে একটাই ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৬ বছর আগে ৩-০ গোলে হারা সেই ম্যাচটিতে খেলেছিলেন অধিনায়ক সাবিনা খাতুন।

বাংলাদেশ হাংজু এশিয়ান গেমস থেকে একটা পয়েন্ট অন্তত নিয়ে ফিরতে পেরেছে। সিঙ্গাপুরের এশিয়াডঅভিজ্ঞতা মোটেও ভালো নয়, বাংলাদেশের তুলনায় তো বটেই। দুই দলই এশিয়াডে মেয়েদের ফুটবলের দুই ফাইনালিস্টকে পেয়েছিল নিজেদের গ্রুপে। বাংলাদেশ জাপানের কাছে ৮-০ গোলে হেরেছিল। উত্তর কোরিয়ার কাছে সিঙ্গাপুর হেরেছিল ১০-০ গোলে। সিঙ্গাপুর যে গ্রুপে খেলেছিল, তাতে দল ছিল দুটিই। সে কারণে উত্তর কোরিয়ার সঙ্গেও আরেকটি ম্যাচ খেলেছিল তারা। সেটিতে হার ৭-০ গোলে। সিঙ্গাপুরের সাম্প্রতিক ম্যাচগুলোর ফলে চোখ বোলালেও সাবিনারা সাহস পেতেই পারেন। সর্বশেষ আট ম্যাচে তাদের জয় দুটি। পাকিস্তান ও লাওসের বিপক্ষে।

তবে আন্তর্জাতিক ম্যাচের অনভ্যাস সিঙ্গাপুরের বিপক্ষে ভোগাতে পারে সাবিনাদের। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই বাংলাদেশে মেয়েদের ফুটবলটা একটু যেন এলোমেলো। সাফ জেতার পর ১০ মাস আন্তর্জাতিক ম্যাচ খেলারই সুযোগ মেলেনি বাংলাদেশের মেয়েদের। বসে থাকার এই সময়টা অনেক ওলটপালটও দেখেছে বাংলাদেশের মেয়েরা। কয়েকজন নিয়মিত খেলোয়াড় অভিমান করে কিংবা পারিবারিক কারণেই অবসরে গেছেন। দীর্ঘদিনের কোচ গোলাম রব্বানী ছোটন দায়িত্ব ছেড়েছেন। গত জুলাই মাসে নেপালের বিপক্ষে ঘরের মাঠে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ম্যাচঅনুশীলনের অভাবটা ভালোই বোঝা গিয়েছিল। শুধু অনুশীলনকে পুঁজি করে সেপ্টেম্বরে এশিয়ান গেমসে বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হয়েছে মেয়েদের। ফল যা হওয়ার তাই হয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানের কাছে ৮০ গোলে উড়ে যাওয়ার পর ভিয়েতনামের বিপক্ষে ৬১ গোলের হার। নেপালের বিপক্ষে যে ম্যাচটিকে জয়ের লক্ষ্য বানিয়ে খেলতে যাওয়া হয়েছিল, জেতা হয়নি সেটিও (১১ ড্র)। সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ না খেলতে পারার ব্যাপারটি ভোগাচ্ছে দলকে। এর ওপর দলের সবচেয়ে কুশলী ফুটবলার কৃষ্ণা রানী সরকারের অনুপস্থিতি চিন্তায় ফেলছে সবাইকে।

সিঙ্গাপুরের মান যাই হোক, পেশাদার কাঠামোর মধ্যেই তাদের বিচরণ। দেশটিতে মেয়েদের ফুটবল লিগ নিয়মিত। ২০২৩ সালেই সিঙ্গাপুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ৮টি। সামনেও যে প্রতিটি ফিফা উইন্ডো ব্যবহার করার পরিকল্পনা তাদের, সেটি কোচ বেনশেরিফা নিজেই বলেছেন, নিজেদের দলকে আমরা নতুন করে তৈরি করছি। সামনে ফিফা উইন্ডোতে যে ম্যাচগুলো আছে, সেগুলো খেলব। এর আগে বাংলাদেশে এসেছি নিজেদের ঝালিয়ে নিতে। আমাদের প্রস্তুতি কতটা হয়েছে, আরও কতটা লাগবে, সেটা বুঝতে পারব বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। এশিয়াডে আমরা বাংলাদেশ দলকে দেখেছি। দলটা যথেষ্ট ভালো। আমরা এ ম্যাচটিকে প্রস্তুতি হিসেবেই দেখছি।

সিঙ্গাপুরের কোচ বেনশেরিফা এমন কথা বলতে পারছেন। কিন্তু বাংলাদেশের কোচ সাইফুল বারী জানেন না, সিঙ্গাপুরের বিপক্ষে এ দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আবার কবে জাতীয় দল মাঠে ফিরবে। অধিনায়ক সাবিনা খাতুনও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের দাবিটা জানিয়ে রেখেছেন, আমরা সারা বছর ট্রেনিংয়ের মধ্যেই থাকি। কিন্তু ম্যাচ খেললেই আসলে বোঝা যাবে, এই ট্রেনিং কতটা কাজে এসেছে। আমরা এমন ম্যাচ বেশি করেই খেলতে চাই। নিয়মিতই খেলতে চাই।

নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার ঘাটতি নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের ব্যবধানটা বাংলাদেশের মেয়েরা অতিক্রম করতে পারবে কি না, সেটি আজ কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেই দেখা যাবে।


আরও খবর



প্রশাসনে রদবদল

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

প্রশাসনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক পদে সুভাষ চন্দ্রকে (বাদল) আরও এক বছরের জন্য পুনরায় চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত মেজর জেনারেল মো: আশিকুজ্জামানকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা আদেশে অন্দ্রিয় স্কুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে ফটোগ্রাফার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো: রশীদ উন নবীকে সেনাবাহিনীতে এবং সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: মাজহারুল ইসলাম খানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম শফিকুর রহমানকে সেনাবাহিনীতে বদলি করে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে লে: কর্ণেল ইস্তেয়াগ আহম্মদ এবং লে: কর্ণেল মোহাম্মদ সারোয়ার হোসেনকে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালে (বিউপি) সহযোগী অধ্যাপক হিসেবে যথাক্রমে ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এবং ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভসিটির পরিচালক ক্যাপ্টেন এ. কে. এম আমিনুল অজীমকে প্রেষণাদেশ বাতিল করে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।


আরও খবর
ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩

ফের শ ম রেজাউল করিমকে চায় ভোটাররা

শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩




সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করল বিএনপি

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দ্বাদশ জাতীয় নির্বাচনের সদ্যঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বলেন, ভোটগ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।

ইসির এ ঘোষণাকে প্রত্যাখ্যান করে রিজভী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের এ তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জাতি এ তফসিল মানে না। এ তফসিলের অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না। এই অবিমৃশ্যকারিতার জন্য দেশে যে অচলাবস্থার সৃষ্টি হলো, তার জন্য বর্তমান সরকার ও ইসি দায়ী থাকবে।

তিনি বলেন, এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিচার করবে জনগণ। জাতি অপেক্ষা করে ছিল তথাকথিত প্রধান নির্বাচন কমিশনার কী বলেন। তিনি নতুন কোনো কথা বলবেন, না তফসিল ঘোষণা করবেন।

তিনি বলেন, তার (সিইসি) ভাষণ শুনে হাসিও পেয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, আর অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে- তা বলে তিনি জাতির সঙ্গে মশকরা করেছেন।


আরও খবর
বাহাউদ্দিন নাছিমকে শোকজ

শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩




ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ঢাকাসহ দেশের সব বিভাগে আজ বুধবার (৬ ডিসেম্বর) বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। যার ফলে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

আরও পড়ুন>> স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস আজ

মঙ্গলবার দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।


আরও খবর