আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

প্রস্তাবিত বাজেট পুরোটাই গরিবের জন্য : অর্থমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০২ জুন 2০২3 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুরোটাই গরিব মানুষের জন্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয় আয়োজিত 'বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে' তিনি এ মন্তব্য করেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনারাই আগে বলতেন এ দেশে মিডিল ইনকাম জনসংখ্যার হার বেশি, কিন্তু তারা ট্যাক্স দেয় না। এরা সবাই যদি ট্যাক্স দিতে তাহলে অন্যদের ভাগে কম ট্যাক্স দিতে হত। আমি মনে করি, এখন সময় এসেছে সবাইকে ট্যাক্স পেমেন্ট করতে হবে।

আরও পড়ুন>> যারাই অন্যায় করে, তাদেরই গ্রেপ্তার করা হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, আমি দুই কোটি মানুষের চাকরি ব্যবস্থার জন্য বলেছিলাম। আমরা ২ কোটি ৪৫ লাখ মানুষকে চাকরি দিয়েছি। এটা খারাপ না, আমাদের ভালোই অর্জন। আস্তে আস্তে আমাদের কর্মসংস্থান বাড়ছে এবং কর্মসংস্থানের পরিধিও বেড়ে গেছে। কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

তিনি বলেন, আমি চাকরির ব্যাপারে যেসব কমিটমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন বাজেটে করেছিলাম সেগুলো দিয়েছি। আমরা মেইড ইন বাংলাদেশ কালচারটা জনপ্রিয় করার চেষ্টা করছি। এ দেশে যা জিনিস তৈরি হবে, তা দিয়ে আমাদের প্রয়োজন মিটবে। এর মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর স‌ঙ্গে উপস্থিত আছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, বা‌জিণ‌্যমন্ত্রী টিপু মুন‌শি, ‌শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব ফা‌তেমা ইয়াস‌মিন প্রমুখ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বা‌জে‌টে আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।


আরও খবর



ফেসবুকে ভিসা নিষেধাজ্ঞার ভুয়া তালিকা

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের বিভ্রান্তিকর বিভিন্ন তালিকা ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাবেক ও বর্তমান আমলা, নির্বাচন কমিশনার, বিচারপতি, সরকার, বিরোধী দল, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের নাম থাকা এসব তালিকা নিয়ে কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এবং শত শত শেয়ারও হচ্ছে। তবে এসব তালিকার নির্ভরযোগ্য কোনো উৎসের খোঁজ মিলছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠানগুলো এসব তালিকাকে ভুয়া চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রও বলছে, নীতিমালা অনুসারে ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের তালিকা তারা প্রকাশ করে না।

তবে এ বিভ্রান্তিকর তালিকার বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বুম বিডি মঙ্গলবার তাদের সাইটে প্রকাশিত এক রিপোর্টে জানায়, গত ২৩ সেপ্টেম্বর ভয়েস বাংলা নামে একটি পেজ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জন বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ করে দাবি করা হয়, তারা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

একই দিন লন্ডন বাংলা চ্যানেল নামে একটি পেজ থেকে পুলিশের সাবেক ও বর্তমান প্রায় ৯০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম দিয়ে বলা হয়, তাদের নাম ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

এ ছাড়া সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশনার, বিচারপতি, সেনা কর্মকর্তা, পুলিশ, রাজনীতিকসহ ৩৫ জনের নামের একটি তালিকাও ফেসবুকে ঘুরতে দেখা গেছে। এ ছাড়া অর্ধশতাধিক সাংবাদিকের নাম দিয়েও একটি তালিকা শেয়ার করতে দেখা গেছে বিভিন্ন ব্যক্তি ও পেজকে।

এসব তালিকার বিষয়ে বুম বিড, ফ্যাক্ট ওয়াচসহ ভুয়া তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বাংলাদেশে যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু হয়েছে তারা নিজে থেকে যদি নিশ্চিত না করেন, তাহলে বাইরের কারও পক্ষে এ সম্পর্কে জানা সম্ভব নয়। কিন্তু ভাইরাল পোস্টগুলোতে যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের সবার পক্ষ থেকে এখনও এ-সংক্রান্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। সংগত কারণে ভাইরাল হওয়া পোস্টগুলো মিথ্যা।

গণ্যমাধ্যমে প্রকাশিত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির অধীনে যারা নিষেধাজ্ঞা পেয়েছেন, তাদের নাম প্রকাশ করা হবে না। ব্যক্তিগত ভিসা বাতিলসহ ভিসার রেকর্ড মার্কিন আইনের অধীনে গোপন রাখা হয়।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সমকালকে বলেন, যদি আইনশৃঙ্খলা বাহিনী বিটিআরসিকে কোনো বিষয়ে অভিযোগ করে তাহলেই সেই লিংক, পেজ বা কনটেন্ট সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে অনুরোধ করা হয়।

পুলিশের সিটিটিসি সাইবার ইউনিটের এডিসি নাজমুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি অভিযোগ না করলে এমন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিজে থেকে কোনো তদন্ত করে না। অভিযোগ পেলে তা যাচাই করে বিটিআরসিকে জানানোসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর



ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১৩

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে ১১৩ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় ও জরুরি পরিষেবা সংস্থার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নিনেভের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় আনুমানিক মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

নিনেভের প্রাদেশিক গভর্নর নাজিম আল-জুবরি বুধবার ভোরে সতর্ক করে বলেন, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের চূড়ান্ত পরিসংখ্যান পাওয়া যায়নি। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। 

আরও পড়ুন>> দরজায় কড়া নাড়ছে কোভিডের থেকে ভয়ংকর মহামারী ‘ডিজিজ এক্স’

এর আগে ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, অগ্নিকাণ্ডে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিনেভ প্রদেশের হামদানিয়া জেলায় একটি হলে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুন ছড়িয়ে পড়ে।

ইরাকের সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনের তথ্যমতে, উদযাপনে ব্যবহৃত আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বুধবার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্য ইঙ্গিত করে, বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ব্যবহার করা হয়েছিল, যা থেকে হলটিতে আগুনের সূত্রপাত ঘটে।

বাগদাদ থেকে আল জাজিরার সাংবাদিক মাহমুদ আবদেলওয়াহেদ জানান, ইরাকে বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ব্যবহার করা সাধারণ ঘটনা। আগুনের লাগার সময় প্রায় এক হাজার মানুষ অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

আরও পড়ুন>> যেভাবে হত্যা করা হয়েছিল হরদীপ সিংকে

আবদেলওয়াহেদ বলেন, হলটি নির্মাণে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণেও অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী আগুনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি সহায়তা দিতে বলেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও খবর



মুশফিকের সঙ্গে হঠাৎ ঢাকায় ফিরলেন সাকিবও

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে পারিবারিক কারণে মুশফিকুর রহিম ঢাকায় ফিরবেন, তা আগে থেকেই জানা ছিল। তবে, এর বাইরেও আছে চমক। এই ক্রিকেটারের সঙ্গে করে একই বিমানে ঢাকায় ফিরলেন বাংলাদেশ দলের সেনাপতি সাকিব আল হাসানও।

নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন মুশফিকুর রহিম। তাই তার ঢাকায় ফেরা। কিন্তু সাকিব ঠিক কেন দেশে এসেছেন, এর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এশিয়া কাপের সুপার ফোরে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে, ১৩ সেপ্টেম্বর দলেও সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে মুশফিকের। একইদিন ফিরতে পারেন সাকিবও।


আরও খবর
গেইলের রেকর্ড ভেঙে রোহিতের ইতিহাস

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




আজ থেকে চালু হচ্ছে বিমানের জাপান ফ্লাইট

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বাংলাদেশ বিমানের জাপান ফ্লাইট আজ শুরু হচ্ছে। শুক্রবার রাত পৌনে ১২টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করবে উদ্বোধনী ফ্লাইট।

বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্রতি শুক্র, সোম ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে জাপানের নারিতার উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ বিমানের ফ্লাইট। নারিতা থেকে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশে ফেরত আসবে।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জানান, এতদিন অন্য দেশ ঘুরে জাপানে যেতে হতো। এখন থেকে আমাদের প্রতিবেশী দেশের যাত্রীরাও স্বল্প সময়ে ঢাকা হয়ে জাপান যেতে পারবেন। আশা করছি, এই রুটটি লাভজনক হবে।

এখন মাত্র ছয় ঘণ্টায় ঢাকা থেকে জাপানে যাওয়া যাবে। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে এ রুটের উদ্বোধন করা হবে। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জাপান ফ্লাইটের উদ্বোধন করবেন। 

আরও পড়ুন>> রাজকীয় ক্ষমার আবেদন জানিয়েছেন থাকসিন

শুক্রবার যে ফ্লাইটটি যাবে সেটি নারিতায় পৌঁছাবে স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি ৩৭৭ ওই দিন সকাল ১১টায় উড্ডয়ন করে শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে ঢাকার স্থানীয় সময় শনিবার দুপুর ৩টায়। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে জাপান ফ্লাইট পরিচালিত হবে।

ঢাকা-জাপান রুটে ২৫ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু করে বিমান। এ রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা এবং রিটার্ন টিকিটের মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা। তবে, নতুন রুট উদ্বোধন উপলক্ষে ছাড় দিয়েছে বিমান। ১৫ আগস্ট পর্যন্ত বিশেষ ছাড় দেয়া হয়। এ সময়ে ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ছিল জনপ্রতি সর্বমোট ৪৯ হাজার ১০০ টাকা। রিটার্ন টিকিটের ভাড়া ছিল ৮৪ হাজার ৪৯৬ টাকা।

বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী ফ্লাইটের বেশিরভাগ টিকিট বিক্রি হয়েছে। যদিও উদ্বোধনী রুটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা, বিমানের স্টাফ ও বিভিন্ন মিডিয়ার কমপক্ষে ৭৯ জন যাত্রী আছেন। 

আরও পড়ুন>> ইউক্রেনে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

উল্লেখ্য, ১৯৭৯ সালে বাংলাদেশ বিমানের ঢাকা-টোকিও ফ্লাইট চালু হয়েছিল। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর তা আবার চালু হয়। তবে, তখন টোকিওর পরিবর্তে ঢাকা-নারিতা গন্তব্যে সেই ফ্লাইট চলত। ক্রমাগত লোকসানের কারণে ২০০৬ সালে এই গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। ১৭ বছর পর আবার সেই গন্তব্যে ফ্লাইট শুরু হচ্ছে।


আরও খবর



দুই দশক পর ব্যলন ডি’অরে নেই রোনালদো

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

অক্টোবরের শেষ দিকে ঘোষণা করা হতে পারে ফুটবলের জগতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ব্যালন ডিঅর। তারই ধারাবাহিকতায় পুরস্কারের দৌড়ে থাকা ৩০ সেরা ফুটবলারের তালিকা ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ৩০ জনের সেই তালিকায় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডের জায়গা হলেও বাদ পড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

এবারের পুরস্কারের তালিকা থেকে রোনালদোর বাদ পড়াটা রীতিমতো চোখে পড়ার মতো। কেননা ম্যানচেস্টার সিটির উদীয়মান তারকা আর্লিং হলান্ড, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, হ্যারি কেন, মার্টিন ওডেগার্ডসহ আরও অনেকেরই জায়গা হয়েছে সংক্ষিপ্ত এই তালিকায়। কিন্তু বাদ পড়েছেন সিআর সেভেন। 

আরও পড়ুন>> ব্যালন ডি’ অরের প্রাথমিক তালিকায় মেসি-হালান্ড

গত ২০ বছরের ভেতর এবারই প্রথম বাদ পড়লেন পর্তুগিজ এই তারকা। সবশেষ ২০০৩ সালে ব্যলন ডিঅরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না তিনি। যদিও প্রথমবারের মতো তার সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা হয়েছিল ২০০৪ সালে। এরপর থেকে ১৯ বার ছিলেন ফুটবলের সর্বোচ্চ সম্মানের এই পুরস্কার বিজয়ীদের দৌড়ে। রোনালদো ছাড়াও সংক্ষিপ্ত সেই তালিকায় জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।

এবারের তালিকায় জায়গা করে নেওয়া ফুটবলারদের ভেতর আর্জেন্টিনা ও ম্যানসিটির খেলোয়াড়দের প্রাধান্যই বেশি। ম্যানসিটিতে খেলা সাত ফুটবলারের পাশাপাশি বিশ্বকাপজয়ী দল থেকে তালিকায় জায়গা হয়েছে চারজনের। এরা হলেন- লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ।

ধারণা করা হচ্ছে এবারের ব্যলন ডিঅর উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে। যদিও তাকে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জে রেখেছেন আর্লিং হল্যান্ড। ম্যানসিটির এই তারকাও আসন্ন ব্যলন ডিঅরের অন্যতম দাবিদার। 

আরও পড়ুন>> পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে সুপারফোর শুরু বাংলাদেশের

ব্যলন ডিঅরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ৩০ ফুটবলার : করিম বেনজেমা, জোসকো গ্যাভারদিওল, জামাল মুসিয়ালা, আন্দ্রে ওনানা, মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, কেভিন ডি ব্রুইন, জুড বেলিংহাম, কোলো মুয়ানি, বার্নার্ডো সিলভা, খভিচা কভারতসখেলিয়া, নিকোলো বারেলা, এমিলিয়ানো মার্টিনেজ, রুবেন ডায়াস, আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড, ইল্কে গুন্ডোগান, ইয়াসিন বুনু, জুলিয়ান আলভারেজ, ভিনিসিয়াস জুনিয়র, লিওনেল মেসি, রুদ্রি, লাউতারো মার্টিনেজ, অ্যান্তোনিও গ্রিজম্যান, রবার্ট লেওয়ানভোডস্কি, কিম মিন-জায়ে, লুকা মডরিচ, কিলিয়ান এমবাপ্পে, ভিক্টর ওসিমহেম ও হ্যারি কেইন।


আরও খবর
গেইলের রেকর্ড ভেঙে রোহিতের ইতিহাস

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩