আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

আদালত থেকে পালিয়ে ভারত যাওয়ার সময় গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

Image

হবিগঞ্জ আদালত প্রাঙ্গন থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রাজুকে তিনদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

গত ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

সে উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন বাদশা মিয়ার ছেলে। রাজু একজন পেশাদার মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গ্রেপ্তারের পর মাধবপুর থানা পুলিশ রাজুর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে।

গত বৃহস্পতিবার রিমান্ড শুনানির ছিলো। এ সময় পুলিশ তাকে আদালতে নিয়ে যাওয়ার পর হাতকড়াসহ পালিয়ে যায় রাজু।

শনিবার বিকালে রাজুর বাড়িতে তল্লাশী চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।


আরও খবর
সিলেটে ব্যবসায়ী-সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




হাসপাতালে চোরের মতো বিল করলে ছাত্ররা ‘সরাসরি ডিল’ করবে: সারজিস

প্রকাশিত:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

ছাত্রজনতার আন্দোলন চলাকালে সংঘর্ষ ও সংঘাতে আহত ব্যক্তিদের সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থাসহ চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে সরকার। শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। এর পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানান, কোনো প্রাইভেট হসপিটালে চোরের মতো বিল করলে ছাত্ররা সরাসরি ডিল করবে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস লিখেন, আন্দোলনকারীদের জন্য সরকার থেকে প্রাইভেট হসপিটালগুলোতে বিল মওকুফের অথবা ন্যূনতম শুধু মেডিসিন বিল নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও লিখেন, কোনো প্রাইভেট হসপিটাল পূর্বের মতো চোরের ন্যায় বিল করলে বা অপ্রত্যাশিত আচরণ করলে ইন্সট্যান্ট জানাবেন। আমরা সরাসরি ডিল করবো। শিক্ষার্থীরা একসঙ্গে আছে বলেও জানান সারজিস।

শুধুমাত্র মেডিক্যাল ইমারজেন্সিতে আহতদের বিল নিয়ে সমস্যা হলে যোগাযোগ করার জন্য 01731814449 (মাহিন) সমন্বয়ক , 01865352083 (অদিতি) সমন্বয়কের নম্বর দেন সারজিস আলম।

এর আগে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আগামীকাল রোববার (১৮ আগস্ট) বৈঠকে বসবে।

বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় আপাতত বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


আরও খবর



জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন, বিপৎসীমার ওপরে নদীর পানি

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি

Image

মোংলায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূল। এরমধ্যে সুন্দরবন দুই ফুট উচ্চার পানিতে তলিয়ে গেছে। বনের ভেতরে নিম্নাঞ্চলে পানির চাপ আরও বেশি। গোটা সুন্দরবনই স্থান বিশেষ ২-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত। তবে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি এখনো চোখে পড়েনি।

বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান, পূর্ণিমার গোন, অতি বৃষ্টি ও সাগর উত্তাল থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে মোংলার পশুর ও মোংলা নদীতে। এই দুই নদীর পানি বিপৎসীমার ৪ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে মোংলা উপকূলের নিম্নাঞ্চল।

পৌর শহরের ফেরিঘাট এলাকার বাসিন্দা মো. সেলিম বলেন, গত দু-তিনদিন ধরে পানির চাপ খুব বেশি। পানিতে ফেরিঘাট তলিয়ে গেছে।

উপজেলার জয়মনিরঘোলের বাসিন্দা লুৎফর হাওলাদার বলেন, রাস্তা উপচে পশুর নদীর পানি ঢুকে বাড়িঘর ও চিংড়ি ঘের তলিয়ে গেছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, গত তিনদিন ধরে সুন্দরবনের ভেতরে পানি বেড়েছে। তলিয়ে গেছে বনসহ করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। তবে পানিতে বনের ও করমজলের বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি চোখে পড়েনি।

তিনি বলেন, বনের ভেতরে উঁচু টিলা থাকায় সেখানে আশ্রয় নিতে পারছে বন্যপ্রাণীরা।

নিউজ ট্যাগ: বাগেরহাট

আরও খবর
সিলেটে ব্যবসায়ী-সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ভারতের উত্তরপ্রদেশে ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। রোববার (০৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ভবনটি ধসে পড়ে। রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা আরও তিনজনের মরদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শহরের পরিবহন নগর এলাকায় ধসে পড়া ভবনটি তিন তলা ছিল। এতে আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন।

শহরের পরিবহন নগর এলাকায় জানান, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জগরূপ সিং (৩৫) নামে তিনজনের মরদেহ উদ্ধর করেছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মাণ করা হয়েছিল। দুর্ঘটনার সময়ে ভবনটিতে কিছু কাজ চলছিল। শনিবার যখন ভবনটি ধসে পড়ে তখন নিহতদের বেশিরভাগ নিচতলায় কাজ করছিলেন।

জানা গেছে, ভবনটিতে একটি গোডাউন ও একটি ওয়ার্কশপ ছিল। আহতদের লোকবন্ধু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনের একটি গোডাউনে কাজ করা আকাশ সিং জানান, ধসে পড়ার আগে ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। তিনি বলেন, বৃষ্টির জন্য আমরা নিচতলায় নেমেছিলাম। তখন আমরা ভবনের একটি পিলারে ফাটল দেখতে পায়। হঠাৎ ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।


আরও খবর
উত্তর প্রদেশে মাথাবিহীন নারীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




জামিন পেলেন সাংবাদিক অধরা ইয়াসমিন

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
মনীষা আচার্য, চট্টগ্রাম

Image

সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টেলিভিশন আরটিভির রিপোর্টার অধরা ইয়াসমিন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

ট্রাইবুনাল শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন অধরার আইনজীবী অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

তিনি বলেন, অধরা ইয়াসমিনকে ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২২ অক্টোবরের দিন ধার্য করেন ট্রাইবুনাল।

অধরা ইয়াসমিন বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় সেই সময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন। তারা মিথ্যা, ষড়যন্ত্রমূলক এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

সাইবার ট্রাইবুনাল সূত্রে জানা যায়, রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারাদেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন অধরা ইয়াসমিন। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৩ সালের ১৩ মে অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করেন রাজারবাগ পীর সিন্ডিকেটের শাকেরুল কবির। মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইবুনালের দাখিল করা হলে অধরা ইয়াসমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নিউজ ট্যাগ: অধরা ইয়াসমিন

আরও খবর
সিলেটে ব্যবসায়ী-সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




সিলেটে পরিবহন মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশিত:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
এস এ শফি, সিলেট

Image

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন সিলেট জেলার সাধারণ বাস, মিনিবাস মালিকবৃন্দ।

মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে শনিবার (১৭ আগস্ট) দুপুরে সিলেট-ঢাকাদক্ষিণ বাস-মিনিবাস মালিক সমিতির অফিসে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-টুকেরবাজার মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট-ঢাকা দক্ষিণ বাস, মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেলিম আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট-তামাবিল মালিক গ্রুপের সদস্য মামুন মিয়া, সিলেট-জগন্নাথপুর মালিক গ্রুপের সদস্য শাহজাহান মিয়া, ইরন মিয়া, সিলেট-মৌলভীবাজার মালিক গ্রুপের সদস্য ফানসুর আলী, সুহেল আহমদ, সিলেট-ঢাকাদক্ষিণ মালিক গ্রুপের সদস্য মাসুদুর রহমান চৌধুরী, মিসবাহ উদ্দিন, সিলেট-জকিগঞ্জ মালিক গ্রুপের সদস্য আব্দুল মন্নান, আনোয়ার হোসেন, সিলেট-তামাবিল মালিক গ্রুপের সদস্য সাহেদ আহমদ, সাগরিকা পরিবহন মালিক সমিতির সদস্য নোমান উদ্দিন, কামরান আহমদ, মিতালী মালিক সমিতির সদস্য ফরহাদ আহমদ, সিলেট-জগন্নথপুর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির।

সভায় বক্তারা বলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বিগত ২০১৬ হতে ২০২৪ ইং (জুন) পর্যন্ত জেলা মালিক সমিতির আয়-ব্যয়ের হিসাব না দিয়ে দলীয় প্রভাব বিস্তার করে বৈষম্যমূলক ভাবে সাধারণ মালিকদের অবমূল্যায়ন করেন। নির্বাচন বিহীন দলীয় ব্যক্তি দ্বারা কমিটি গঠন করে বে-আইনী ভাবে চাঁদা আদায় করে নিজেদের এবং আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দিয়ে অবৈধ কমিটি বহাল রেখেছেন যা সড়ক পরিবহন আইনের পরিপন্থী। সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে সাধারণ মালিক কোন আয়-ব্যয়ের হিসাব নিতে পারেনি বরং এ ব্যাপারে কথা বললে, বিভিন্ন ধরনের হয়রানী ও দমন পীড়নের ব্যবস্থা নিতেন বলে জানানো হয়। সভায় বর্তমান কমিটি বিগত বছরগুলোতে প্রায় ৩ কোটি ২২ লক্ষ ৮৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে জানানো হয়।

বক্তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সকল সাধারণ মালিকগণকে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।


আরও খবর
সিলেটে ব্যবসায়ী-সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪