সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি
আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি
ও অনিয়মের অভিযোগ করেছেন সিলেট জেলার সাধারণ বাস, মিনিবাস মালিকবৃন্দ।
মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ
সম্পাদক জিয়াউল কবির পলাশ এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে
শনিবার (১৭ আগস্ট) দুপুরে সিলেট-ঢাকাদক্ষিণ বাস-মিনিবাস মালিক সমিতির অফিসে এক জরুরী
সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-টুকেরবাজার
মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল
আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট-ঢাকা দক্ষিণ বাস, মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক
সেলিম আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট-তামাবিল মালিক গ্রুপের সদস্য মামুন
মিয়া, সিলেট-জগন্নাথপুর মালিক গ্রুপের সদস্য শাহজাহান মিয়া, ইরন মিয়া, সিলেট-মৌলভীবাজার
মালিক গ্রুপের সদস্য ফানসুর আলী, সুহেল আহমদ, সিলেট-ঢাকাদক্ষিণ মালিক গ্রুপের সদস্য
মাসুদুর রহমান চৌধুরী, মিসবাহ উদ্দিন, সিলেট-জকিগঞ্জ মালিক গ্রুপের সদস্য আব্দুল মন্নান,
আনোয়ার হোসেন, সিলেট-তামাবিল মালিক গ্রুপের সদস্য সাহেদ আহমদ, সাগরিকা পরিবহন মালিক
সমিতির সদস্য নোমান উদ্দিন, কামরান আহমদ, মিতালী মালিক সমিতির সদস্য ফরহাদ আহমদ, সিলেট-জগন্নথপুর
মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির।
সভায় বক্তারা বলেন, সিলেট জেলা সড়ক পরিবহন
মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বিগত ২০১৬ হতে ২০২৪
ইং (জুন) পর্যন্ত জেলা মালিক সমিতির আয়-ব্যয়ের হিসাব না দিয়ে দলীয় প্রভাব বিস্তার করে
বৈষম্যমূলক ভাবে সাধারণ মালিকদের অবমূল্যায়ন করেন। নির্বাচন বিহীন দলীয় ব্যক্তি দ্বারা
কমিটি গঠন করে বে-আইনী ভাবে চাঁদা আদায় করে নিজেদের এবং আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে
চাঁদা দিয়ে অবৈধ কমিটি বহাল রেখেছেন যা সড়ক পরিবহন আইনের পরিপন্থী। সভাপতি ও সাধারণ
সম্পাদকের কাছ থেকে সাধারণ মালিক কোন আয়-ব্যয়ের হিসাব নিতে পারেনি বরং এ ব্যাপারে কথা
বললে, বিভিন্ন ধরনের হয়রানী ও দমন পীড়নের ব্যবস্থা নিতেন বলে জানানো হয়। সভায় বর্তমান
কমিটি বিগত বছরগুলোতে প্রায় ৩ কোটি ২২ লক্ষ ৮৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে জানানো
হয়।
বক্তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের আর্থিক
অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সকল সাধারণ মালিকগণকে ঐক্যবদ্ধ
হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।