আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

বিএনপি নেতা চাঁদের নামে ৪ মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
রাজশাহী প্রতিনিধি

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ইতোমধ্যে তার বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে চারটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর পৌনে ১২টায় সংবাদ সম্মেলন পুলিশ কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<< বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

আরএমপি পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ভেড়িপাড়া মোড় থেকে চাঁদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চাঁদের বিরুদ্ধে আরএমপিতে চারটি মামলা দায়ের আছে।

তিনি আরও বলেন, পুলিশের কাছে তথ্য ছিল চাঁদ আত্মগোপন চলে যাচ্ছেন। এ কারণে আমরা বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসাই। পরে পুঠিয়া থানায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন<< বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ জিম্বাবুয়ে 

 


আরও খবর