
ঢাকা পানি সরবারাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ
(ওয়াসা) বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সুজিত কুমার বালা। তিনি সোমবার
(২৯ মে) ওয়াসার চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন। এর আগে গত ২১ স্থানীয় সরকার বিভাগ
থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা পানি সরবারাহ
ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭ (১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের নতুন
চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চাকরির মেয়াদ বাড়ল প্রতিরক্ষার সিনিয়র সচিবের
সোমবার (২৯ মে) বিকেলে ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ. এম মোস্তফা তারেক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন চেয়ারম্যানের যোগদানের বিষয়টি নিশ্চিত করে।
জানা যায়, নবনিযুক্ত চেয়ারম্যান সুজিত
কুমার বালা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ওয়াটার অ্যান্ড
ফ্লাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। তিনি ১৯৯৭ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত
কর্মরত থেকে অধ্যাপক হিসেবে অবসরে যান। তিনি বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন বলে জানা
গেছে।
আরও পড়ুন: শান্তিপূর্ণ পরিবেশ মানুষের অর্থনৈতিক মুক্তির সহায়ক: প্রধানমন্ত্রী
এ ছাড়া তিনি বুয়েটে থাকাকালীন জাইকা (জেআইসিএ),
ইইউ, আইএফএডি, ইউএসএআইডি-এর অর্থায়নে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে কাজ করেন
ও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিভিন্ন বিদেশি পিয়ার রিভিউড
জার্নালে তার ৩০টিরও বেশি গবেষণাপত্র এবং ৫০টির অধিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন
করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বুয়েটে
যোগদানের আগে প্রায় ১০ বছর এলজিইডি. আরএইচডি. বিবিএ'র বিভিন্ন দেশি-বিদেশি প্রকল্পের
সাথে পরামর্শক হিসেবে ছিলেন। সুজিত কুমার বর্তমানে বুয়েটের বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী
কমিটির সদস্য।
এ ছাড়া তিনি তার নিজ এলাকায় বিভিন্ন শিক্ষা
ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে জড়িত।