ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে ২১টি ভারতীয় মহিষ জব্দ করেছে হালুয়াঘাট থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ভুবনকুরা ইউনিয়নের কুমারগাতা গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে মহিষগুলো জব্দ করা হয়।
ভুবনকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুরুজ মিয়া বলেন, শনিবার ভোরে কড়ইতলা সীমান্ত এলাকা দিয়ে কুমারগাতা গ্রামের হিরা, গোলাপ, শহিদুল্লাহ, বাবুল মিয়া ২৫টি ভারতীয় মহিষ নিয়ে আসেন। পরে সেগুলো ট্রাকে করে অন্য এলাকায় পাঠানোর সময় স্থানীয়রা আমাকে জানান। পরে স্থানীয় প্রশাসনকে জানালে পুলিশ কুমারগাতা গিয়ে বাবুল মিয়ার হেফাজত থেকে ২১টি মহিষ উদ্ধার করে। তবে, বাকি চারটি মহিষ চোরাকারবারিরা হয়তো অন্য কোথাও লুকিয়ে রেখেছে।
তিনি আরও বলেন, কুমারগাতা গ্রাামের হিরা, গোলাপ, শহিদুল্লাহ, বাবুল মিয়া পেশাদার গরু-মহিষ চোরাকারবারি। এদের সঙ্গে ভারতীয় গরু-মহিষ চোরাকারবারিদের যোগাযোগ আছে।
হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মহিষ আনা হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ কুমারগাতা গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে ২১টি মহিষ জব্দ করে থানায় নিয়ে আসি। তবে, কেউ কেউ মহিষের মালিকানা দাবি করছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।