আজঃ শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

নরসিংদীতে ট্রাকে কভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

Image

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। নিহতেরা হলেন কাভার্ডভ্যান চালক ও সহকারী। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আজ বৃহস্পতিবার ভোরে বেলাব উপজেলার নারায়ণপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত নামা ট্রাক ও কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্রই ভাঙা সড়কের খানাখন্দে সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পেছনের প্রাণ আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটির চালক ও সহকারী ভেতরে চাপায় আটকা পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা-পুলিশ মরদেহ দুটো উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দকরে থানায় নিয়ে আসে।

ভৈরব হাইওয়ে থানার (অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপপরিদর্শক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দকরে থানায় নিয়ে আসি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছি।


আরও খবর
তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪




সালমান এফ রহমানকে ডিম মারা আইনজীবী সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি

Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করার ঘটনায় আলোচিত আইনজীবী ও ঢাকা মহানগর যুবদলের সদস্য ইনাজামুল হক সুমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।

স্থানীয়দের ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক। তারা পদ্মা সেতুর পার হয়ে সামনে গেলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যান। এ ছাড়াও গুরুতর আহত হন আতিক অপরজন। এদিকে দুর্ঘটনার পুরো দৃশ্য ধরা পড়ে লাইভের ভিডিওতে।

সুমনের ফেসবুক আইডি থেকে জানা গেছে, গতকাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করেছিলেন তিনি।

ওই আইনজীবীর এলাকার একজন নাম না প্রকাশের শর্তে বলেন, দুর্ঘটনায় নিহত ওই আইনজীবী গতকাল যে কাজটি করেছে, তার থেকে এটা আমরা আশা করিনি। এটা খুবই দুঃখজনক ঘটনা ছিল। তার মৃত্যুতে আমরা খুব ব্যথিত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে তার মৃত্যু হয়। সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন।


আরও খবর
তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪




চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রাহুল সরকার, চট্টগ্রাম ব্যুরো

Image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১২ শ্রমিক।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

সবশেষ তথ্যমতে দুপুর ২টার দিকেও সংস্থাটির কুমিরা স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের মেসার্স এস এন কর্পোরেশন শিপইয়ার্ডের পাম্প রুম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


আরও খবর
তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪




নাঈমুল ইসলাম খান ও চৌধুরী নাফিজ সরাফাতের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং আর্থিক খাতের আলোচিত নাম চৌধুরী নাফিজ সরাফাতের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রী ও পুত্র-কন্যাদের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) রোববার (২৫ আগস্ট) ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

দুই ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত সংক্রান্ত বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। এ ছাড়া তাদের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় আরও বাড়ানো হবে।

চিঠিতে চৌধুরী নাফিজ সরাফাত ও নাঈমুল ইসলাম খানসহ তা‌দের পরিবারের সদস্যদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট স্থগিত হওয়ার ফলে এখন থেকে তারা আর কোনও টাকা তুলতে পারবে না।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

জুলাইয়ে কোটা সংস্কারকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। সেই সঙ্গে অনেক মন্ত্রী-এমপির পাশাপাশি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে।


আরও খবর



পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন ২০১ কর্মকর্তা

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

যুগ্ম সচিব পদে ২০১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তারা উপসচিব ও সমপর্যায়ের পদের দায়িত্বে ছিলেন। তারা ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন।

অর্থাৎ যে তারিখ থেকে এই কর্মকর্তাদের কনিষ্ঠ কর্মকর্তারা তাদের ছাড়িয়ে বড় পদে পমোন্নতি পান, সেই তারিখ থেকে এই কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর হবে। তারা সেই অনুযায়ী বকেয়া আর্থিক সুবিধাও পাবেন।

আর রবিবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা

এর আগে গত মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে পদোন্নতি বঞ্চিত ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছিল।

ভূতাপেক্ষ পদোন্নতির অর্থ হলো, পুরনো কোনও সালের তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হবে এবং সেই তারিখ থেকে বিভিন্ন বিভাগের এসব কর্মকর্তা নতুন পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন।

যুগ্ম সচিবদের পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনও কর্মকর্তার দফতর বা কর্মস্থল পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। কোনও কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


আরও খবর



বঞ্চিতদের পদোন্নতি না দিলে কঠোর ও লাগাতার আন্দোলনের ঘোষণা

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আগামী ২১ আগস্টের মধ্যে প্রশাসন বাদে বাকী ২৫ ক্যাডারের বৈষম্যমূলক ভাবে পদোন্নতি বঞ্চিত নবম থেকে ২২ তম বিসিএস ব্যাচের যুগ্ম সচিব বা তদুর্ধ্বে পদে কর্মকর্তাদের পদোন্নতি না দিলে কঠোর ও লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেনন ক্যাডারগুলোর সমন্বয়করা।

শনিবার রাতে নগরীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ২৫ ক্যাডারের সমন্বয়কদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আন্দোলন চালিায়ে যাওয়া ও প্রশাসনের শীর্ষ পর্যায়ে তাদের দাবি গুলো নিয়ে কথা বলার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে একটি শক্তিশালী সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়। সংগঠনের নাম দেওয়া হয় সুপেরিয়র অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সাব)।

এ সময় সর্বসম্মতিক্রমে কর ক্যাডারের ড.মোহাম্মদ নুরুল আমিনকে সংগঠনের মুখপত্র হিসেবে ঘোষণা করা হয়। সভায় বিভিন্ন ক্যাডারের ২৫ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

তারা হলেন-সমবায় ক্যাডারের মো.সাইফুল ইসলাম, আনসার ক্যাডারের ডক্টর মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ ক্যাডারের ড.মুহাম্মদ আব্দুল কাদের, মৎস্য ক্যাডারের কৃষ্ণেন্দু সাহা, কর ক্যাডারের ডক্টর নাসিদ রিজওয়ানা মনির, ডাক ক্যাডারের কেএম আবুল কালাম আজাদ, তথ্য প্রকৌশল ক্যাডারের আবুল ফাতাহ মোহাম্মদ বালিগুর রহমান, তথ্য সাধারণ ক্যাডারের মাসুদা খাতুন, আনসার ক্যাডারের ব্যারিস্টার খলিলুর রহমান খান, খাদ্য ক্যাডারের ধরিত্রী কুমার সরকার, শিক্ষা ক্যাডারের ইয়াসমিন আক্তার, প্রাণিসম্পদ ক্যাডারের শহীদ আতাহার হোসেন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের নজরুল ইসলাম আজাদ, গণপূর্ত ক্যাডারের মোহাম্মদ আহসান উল্লাহ, স্বাস্থ্য ক্যাডারের ডা. আবুল কাশেম মোহাম্মদ কবির, ডাক ক্যাডারের মো.মনির হোসেন, তথ্য ক্যাডারের একে এম ফজলুল হক, কৃষি ক্যাডারের অশোক কুমার রায়, টেলিকম ক্যাডারের ওয়ালীউল্লাহ, গণপূর্ত ক্যাডারের তানজিলা খানম, নিরীক্ষা ক্যাডারের এ এসএম লোকমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মো.জাহাঙ্গীর আলী খান, ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের এ বি এম আরিফুর রহমান।

সভা শেষে সংগঠনের মুখপাত্র ডক্টর নুরুল আমিন সাংবাদিকদের বলেন, গত ১২ আগস্ট সোমবার জনপ্রশাসনের সিনিয়র সচিব মহোদয়ের কাছে পদোন্নতি বঞ্চিতদের প্রমোশনসহ তারা তাদের যৌক্তিক দাবিগুলো উত্থাপন করেছেন।

১৪ আগস্ট একই দাবিতে দ্বিতীয় দফায় সংশ্লিষ্ট সবার কাছে তাদের পদোন্নতির জন্য দাবি উত্থাপন করেছেন। জনপ্রশাসনের সিনিয়র সচিব মহোদয়সহ সংশ্লিষ্ট সবাই তাদের বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ এবং জ্যেষ্ঠতাসহ পদোন্নতি প্রদানের জন্য নীতিগতভাবে একমত হয়েছেন।

আগামী ২১আগস্টের মধ্যে তারা আমাদের কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করেছি। তারাও আমাদের ন্যায্য দাবি মেনে নিয়েছেন।

ড.নুরুল আমিন বলেন, আজ রোববার আমরা আমাদের দাবি-দাওয়া বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবো। যদি ২১ আগস্ট এর মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। একই সঙ্গে দাবি বাস্তবায়নে যা যা করার সবকিছু করব।


আরও খবর