আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

স্বরূপকাঠিতে আবেদ আলী হাসপাতালের যাত্রা শুরু

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৩ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
হযরত আলী হিরু, স্বরূপকাঠি

Image

আধুনিক ও সহজ স্বাস্থ্য সেবা নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে যাত্রা শুরু করল আবেদ আলী হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক। বুধবার সকালে উপজেলার পৌর শহরের জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্দরে স্থাপিত ওই হাসপাতালে দোয়া ও মিলাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই হাসপাতালের কার্যক্রম শুরু করা হয়।

আরও পড়ুন: নেত্রকোণায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

এ উপলক্ষে ওই দিন সকালে হাসপাতালে চিকিৎসক, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের আমন্ত্রন জানান হাসপাতাল কর্তৃপক্ষ। দোয়া মোনাজাত পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ বলেন, আমাদের এই এলাকায় এমন একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও মনোরম পরিবেশ নিয়ে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করায় হাসপাতাল সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এলাকাবাসী চাই এ হাসপাতালটি তাদের সেবার মান দিয়ে সকলের মন জয় করে নেবে। চিকিৎসা নিতে এসে কোন রোগী যেন এখানে অর্থনৈতিক বা অন্য কোন ধরনের হয়রানির শিকার না হন এ ব্যাপারে কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে অস্ত্র-টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

এসময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদার প্রমুখ।

এ ব্যাপারে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম জানান, মানুষকে স্বল্প খরচে সেবার ব্রত নিয়ে আমার বাবা মরহুম আবেদ আলীর নামে আমরা এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। সঠিক ও নির্ভুল চিকিৎসা সেবা দিতে হাসপাতালে আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রাংশ স্থাপন করা হয়েছে। সপ্তাহের সাত দিন বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগন এখানে চিকিৎসা সেবা দিবেন।


আরও খবর



বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে কম ভাবেন: নুসরাত ফারিয়া

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

নুসরাত ফারিয়াকে বাংলাদেশের চেয়ে কলকাতায় বেশি দেখা গেছে। এ বিষয়টি শুক্রবার একটি অনুষ্ঠানে ফারিয়ার কথায় যেন আরও পরিষ্কার হলো। গত শুক্রবার ঢাকার একটি অনুষ্ঠানে অকপটে তাই জানালেন অভিনেত্রী। বললেন, বাংলাদেশের পরিচালকেরা তাকে নিয়ে কম ভাবেন। কেন কম ভাবেন, সে ব্যাখ্যাও দিলেন তিনি।

শুরুটা মিউজিক ভিডিওর মডেল হলেও এরপর উপস্থাপনা। এখন তিনি পুরোদস্তুর চলচ্চিত্রের নায়িকা। ২০১৫ সালে আশিকী দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু।  আট বছরের পেশাদার চলচ্চিত্র জীবন নুসরাত ফারিয়ার। কলকাতায় সর্বশেষ তার মুক্তি পাওয়া ছবি বিবাহ অভিযান ২। 

ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুড়ঙ্গ, যেখানে তাকে ও ট্যাকা তুই কলিজা আর জান’—এমন কথার একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে। এ ছাড়া চরকিতেও মুক্তি পেয়েছে পাতালঘর নামের একটি ওয়েব ফিল্ম, যেটিতে নুসরাত ফারিয়াকে একেবারে ভিন্নরূপে পেয়েছেন দর্শকেরা। 

আরও পড়ুন>> ‘আলিয়াকে চান’ শাহরুখ, শুনে যা বললেন অভিনেত্রী

ফারিয়া বলেন, বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম। তারা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী।  তাকে মনে হয় ভাঙা যাবে না।  আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন পাতালঘর। আমি যে রকম ভালোবাসা পাতালঘর থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম।  আমার ভীষণ ভালো লাগার।

বছরের এই কয়েক মাসের মধ্যে চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, নতুন গান এবং ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অতিথি চরিত্রেও ছিলেন নুসরাত ফারিয়া।

ফারিয়া বললেন, পেশাদারিভাবে এ বছরটা আমার জন্য যতটা সুন্দর, পারসোনালি ততটাই স্যাড। কারণ, বছরের শুরুতে জি-ফাইভে ভয় প্রকাশিত হয়েছে।  কলকাতার প্রেক্ষাগৃহে বিবাহ অভিযান ২ ছবিটা মুক্তি পেয়েছে। বুঝি না তো তাই শিরোনামের গান এসভিএফ থেকে, চরকি থেকে কলিজা আর জান আর আবার প্রলয় ওয়েব সিরিজে মেনকা গান প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন>> কেমন পুরুষ পছন্দ শাহরুখকন্যা সুহানার?

চরকির পাতালঘর তো আগেই বলেছি। বছরের সেপ্টেম্বর মাস চলছে, অলরেডি আমার ছয়টা কনটেন্ট রিলিজ হয়ে গেছে। সামনে আরও আসছে, পুজোতে কলকাতায় মুক্তি পাবে রকস্টার।  মুজিব আসবে এই বছর।

এসবের বাইরে সামনে আরেকটি গানও মুক্তি পাবে। অনেক কিছুই আসছে। আমি আমার এ সময়কে উপভোগ করছি। অনেক বছর ধরেই এ রকম পরিকল্পনা মাফিক কাজ করতে চাচ্ছিলাম, আমার সঙ্গে যেটা যায়। আমার কাছে মনে হয়, একজন ফিমেল অ্যাক্টরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের কাজ দরকার ক্যারিয়ারে, এখন আমি পাচ্ছি।


আরও খবর



চট্টগ্রামে চোরাই গার্মেন্টস পণ্যসহ আটক দশ

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
রাহুল সরকার, চট্টগ্রাম ব্যুরো

Image

চট্টগ্রামের পটিয়ায় একটি তৈরি পোশাক কারখানার চুরি হওয়া কাপড় উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পিবিআই চট্টগ্রাম মেট্রোর বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, পটিয়ার নিট অ্যাপারেলস গ্রুপের ১০১ রোল কাপড় চুরির ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পিবিআই। তদন্তে শেষে এ ঘটনার মূলপরিকল্পনাকারীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে নগরীর বিভিন্ন এলাকা গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। বাকি পাঁচজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

গ্রেপ্তার ১০ জন হলেন- মো. আবুল বশর প্রধান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ মুজিবুল হক, মো. পারভেজ, মো. ইউসুফ প্রকাশ ইউসুফ ভান্ডারি প্রকাশ কালু, মো. আলমগীর, মো. সামছুল আলম, মো. মাসুদ আলম প্রকাশ পিচ্ছি মাসুদ ও মো. আরিফুর রহমান চৌধুরী।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস খান বলেন, এ ঘটনার ১৮ আগস্ট থেকে ২৬ আগস্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায় রাতে ১টা থেকে ৩টার মধ্যে আসামিরা মুখোশ পরে জানালার গ্রিল কেটে ওই গার্মেন্টসের ওয়্যারহাউস থেকে কাপড়গুলো চুরি করে। পরে সেগুলো তাদের ব্যবহৃত পিকআপ গাড়িতে করে করে নিয়ে যায়। ওই সূত্র ধরেই আমরা নগরীর কোতোয়ালী থানাধীন কাটাপাহাড় লেইন থেকে চুরি হওয়া কাপড়গুলো উদ্ধার করি। পরে এর সঙ্গে জড়িতে গ্রেপ্তারে অভিযান শুরু করি। আসামিদের তথ্যমতে ঘটনায় ব্যবহৃত চট্ট মেট্রো চ-১১-৫৩৩৬ নম্বরের প্রাইভেট কার সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পিবিআই সহকারী পুলিশ সুপার একে এম মহিউদ্দিন সেলিম বলেন, তদন্তে গার্মেন্টস থেকে কাপড় চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ২০ থেকে ২৫ জনের একটি সক্রিয় গ্রুপের সন্ধান পেয়েছি। তাদের মধ্যে কয়েকজন সরাসরি কাপড় চুরি করেন। কেউ মধ্যস্থতা করেন। আর অন্যরা চুরির কাপড় কম দামে কেনেন। পুরো চক্রটিকে গ্রেপ্তারে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে ৫ জন মধ্যস্থতাকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর



জিয়ার আইন বাতিল করে বঙ্গবন্ধুর আদেশ পুনর্বহালে বিল পাস

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

জিয়াউর রহমানের সময় প্রণীত আইন বাতিল করে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর আমলের বাংলাদেশ বিমান অর্ডার পুনর্বহাল করতে বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ পুনর্বহাল ও সংশোধন বিল পাস হয়। এটি ভূতাপেক্ষভাবে ২০০৭ সালের ১১ জুলাই থেকে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

মো. মাহবুব আলী বলেন, কোনো প্রকার মৌলিক পরিবর্তন না করেই তৎকালীন সামরিক সরকার ১৯৭৭ সালে বাংলাদেশ বিমান করপোরেশন অর্ডিন্যান্স দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রণীত বাংলাদেশ বিমান অর্ডার বাতিল করে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রণীত সব আইন তার রাজনৈতিক দর্শন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত বিধায় ওই আদেশটি পুনর্বহালসহ সংশোধন করে এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনটি অনুমোদিত হলে সরকারি কোম্পানি হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনাসহ পরিচালনা পর্ষদ অবলুপ্তকরণ, নতুন পরিচালক নিয়োগ করা, ব্যবস্থাপনা  চুক্তি অবসায়ন এবং সংঘস্মারক বা সংঘবিধি অথবা কোনও সনদ, চুক্তি বা দলিল পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে সরকারের নীতি ও আদর্শের প্রতিফলন নিশ্চিত করা হবে।

বিলটি পাসের সময় আলোচনাকালে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, বিমানে টিকিট পাওয়া যায় না। কিন্তু বিমান খালি যায়।

তিনি বলেন, বিমানবন্দরে মিষ্টি খেতে টাকা চাওয়ার অভিযোগ আসছে। একজন নারী ফেসবুকে লিখেছেন প্রধান গেট থেকে শুরু করে বিমানে ঢোকা পর্যন্ত। আমরা খোঁজ নিয়ে জেনেছি, মিষ্টি খাবো, মামা মিষ্টি খাওয়ার টাকা দেন। মিষ্টি খাওয়ার টাকা দিতে দিতে ছোট বাচ্চাকে নিয়ে বিমানে উঠেছেন। এরকম নজির ঘটেছে। এটাতো হতে পারে না। একটা বিমানবন্দর জাতির ভাবমূর্তি তৈরি করবে। বাংলাদেশ বিমান দেশের ইমেজ। সারা পৃথিবীতে ৮০ লাখ বাংলাদেশি আছে। তারা বিমানকে প্রথম পছন্দ হিসেবে দেখতে চায়। টিকিটের দাম অনেক বেশি, হয় টিকেট পাওয়া যায় না, সিট পাওয়া যায় না, খালি যায়, ফেরত আসার অনেক ক্ষেত্রে লস খায়।

বিমানের অনিয়ম ও অভিযোগ নিয়ে বলে শেষ করা যাবে না উল্লেখ করে গণফোরামের মোকাব্বির খান বলেন, মন্ত্রী সজ্জন ব্যক্তি। আমি মনে করেছিলাম, তিনি বিমানের ভালো ইমেজ নিয়ে আসবেন। কোনো সরকারের সময় বিমানকে ভালো অবস্থান দেখিনি।

বাংলাদেশের অনেকেই যুক্তরাজ্যে প্রবাসী উল্লেখ করেন তিনি বলেন, প্রবাসে আমাদের অনেক ছেলেমেয়ে আছে। তারা দেশে আসতে চায় না। অনিয়ম-বৈষম্যের কারণে দেশে আসতে চায় না। বিমানবন্দরে হয়রানির কারণে প্রবাসীরা বিশেষ করে যুক্তরাজ্যের প্রবাসীরা বাংলাদেশমুখী হয় না বলে দাবি করেন মোকাব্বির খান।

যুক্তরাজ্য প্রবাসী অনেকেই বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ বলেও উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে বাংলাদেশের নাড়ির সম্পর্ক রয়েছে। আমরা কি সেই সম্পর্ক কাট করে দিতে চাই?

জবাবে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, এক সময় ছিল বিমানের টিকিট পাওয়া যেতো না। এখন সে অবস্থা নেই। এখন অনলাইনে টিকিট বিক্রি করা হয়। বিমান এখন লাভে চলছে বলেও তিনি উল্লেখ করেন তিনি।


আরও খবর



শ্রীপুরে বাস খাদে পড়ে চালক নিহত

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

Image

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মফিজুল ইসলাম (৪০)। তিনি উপজেলার সোহাদিয়া পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রিন স্মার্ট কারখানার শ্রমিকদের নিয়ে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল চালক মফিজুল এবং তার দুই সহযোগী মারুফ ও সজিব। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে মারা যান। 

আরও পড়ুন>> দেড় যুগ পর আড়াই মণ স্বর্ণ ফিরে পাচ্ছেন ৬১ মালিক

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একজন মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর



ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে পর্যন্ত মশা না কমবে, রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না। ইতোমধ্যে সাত শতাধিক মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে মশকনিধনে ঘাটতির কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশ মশা নিধনে ভালো করে স্প্রে করেছে, কার্যকর ব্যবস্থা নিয়েছে বিধায় মশা কমেছে। ওই সব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এ জন্য সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সবাই মিলে কাজ করলে কোভিডের মতো ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে।

ডেঙ্গুরোগীদের চিকিৎসার ব্যাপারে জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে ভারত থেকে সাত লাখ স্যালাইন আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। আজকালের মধ্যে সাড়ে তিন লাখ স্যালাইন চলে আসবে। বাকিগুলো শিগগির এসে পৌঁছাবে।


আরও খবর