
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের নাম জানেন না এমন গানপ্রিয় মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান সঙ্গীত পুরস্কারের মধ্যে একটি।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসর বসেছিল। বর্ষ সেরা গায়ক, পপ গান, র্যাপ, বেস্ট পারফরম্যান্স এবং নাচসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় এই পুরস্কার।
এবারের আসরে বাজিমাত করেছে টেইলর সুইফট। তিনি মোট ১০টি পুরস্কার জিতে এবার শীর্ষ আছেন। ‘লাস্ট নাইট’-এর গায়ক মরগান ওয়ালেন শীর্ষ পুরুষ শিল্পী, শীর্ষ হট ১০০ শিল্পী, শীর্ষ দেশীয় শিল্পী এবং শীর্ষ বিলবোর্ড ২০০ অ্যালবামসহ ১১টি পুরস্কার জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন।
পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে তৃতীয় অবস্থানে রয়েছেন ড্রেক। এই বছরের পুরস্কার ১৯ নভেম্বর, ২০২২ থেকে ২১ অক্টোবর, ২০২৩ তারিখের তালিকার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে কে পপ ক্যাটাগরিতে জাংকুক তার প্রথম একক গান ‘সেভেন’-এর জন্য গ্লোবাল কে-পপ গানের পুরস্কার জিতে নিয়েছে। গানটি বিলবোর্ড শীর্ষ ১০০ এবং শীর্ষ ২০০-এ তার রাজত্ব বজায় রেখেছে। ফিফটি ফিফটি এর ‘কিউপিড’, জিমিনের ‘লাইক ক্রেজি’, নিউজিন্সের ‘ডিট্টো’ এবং নিউজিন্সের ‘ওএমজি’ সঙ্গে কঠিন প্রতিযোগিতা করতে হয়েছে।
এ ছাড়া ব্ল্যাকপিঙ্ক কে-পপ ট্যুরিং আর্টিস্টের পুরস্কার জিতেছে। তারা তাদের বিশ্ব ভ্রমণে ৩৪টি শহরে ৬৬টি কনসার্ট করে প্রথম বারের মতো পুরস্কার জিতে নেয়। এই ক্যাটাগরির জন্য অন্যান্য মনোনয়নের মধ্যে রয়েছে বিটিএস এর সুগা এবং টুইস্ট। স্ট্রে কিডস শীর্ষ কে-পপ অ্যালবামের জন্য পুরস্কার জিতেছে।