আজঃ রবিবার ১৯ মে ২০২৪
শিরোনাম
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়

প্রশ্নপত্রে অক্ষর ছোট: মারামারি করলেন অভিবাবক সদস্যরা

প্রকাশিত:বুধবার ২১ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ২১ জুন ২০২৩ | অনলাইন সংস্করণ
Image

তানজিমুল হাসান মায়াজ, মতলব (চাঁদপুর)

প্রশ্ন পত্রের লেখা ছোট হওয়াকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রশ্নে উল্লেখিত লেখার (ফন্ট সাইজ) আকার ছোট হওয়াকে কেন্দ্র করে অভিবাবক সদস্যদের মধ্যে উচ্চবাক্য ও মারামারির ঘটনা ঘটেছে।

স্কুল সূত্রে জানা যায়, ৭ জুন বিদ্যালয়টির চলমান অর্ধবার্ষিকি পরীক্ষার অংশ হিসেবে নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার ৫ মিটিন আগে প্রশ্নপত্র নিয়ে সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলামের কাছে অক্ষর ছোট হওয়ার বিষয়ে জানতে চান অভিবাবক সদস্য আল-মহসিন প্রধান । বিষয়টিকে কারিগরী ত্রুটি হিসেবে উল্লেখ করে প্রশ্নপত্র বুঝতে সহযোগীতা করতে শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে বলে মহসিন প্রধানকে জানান সহকারী প্রধান শিক্ষক।

বিষয়টিকে তিনি অস্বাভাবিক উল্লেখ করে পরীক্ষার্থীদের ৩ নাম্বার হলে ছুটে গিয়ে শিক্ষার্থীদের হল থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এমন ঘটনায় উত্তেজিত না হতে মহসিন প্রধানকে অনুরোধ করতে এগিয়ে যান অপর একজন অভিবাবক সদস্য ইকবাল সরকার।

বিদ্যালয়টির অভিবাবক সদস্য ইকবাল সরকার জানান, উত্তেজনা থামাতে মহসিন প্রধানের হাত ধরলে তিনি ক্ষিপ্ত হয়েতার মুখে আঘাত করলে তাৎক্ষনিক দুজন হাতাহাতিতে জড়িয়ে যান । এসময় দুজনের গায়ে আঘাতপ্রাপ্ত হয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার শুরুতে উত্তেজিত মহসিন প্রধানের কর্মকান্ডের গতিবিধি ও সহকারী প্রধান শিক্ষকের সামনে প্রশ্ন ছুড়ে ফেলার ভিডিও চিত্র বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে রেকর্ড আছে বলে জানিয়েছেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

ঘটনার পর বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে গ্রহণ করে একটি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এদিকে মারামারির ঘটনায় অভিবাবক সদস্য ইকবাল সরকারকে অভিযুক্ত করে আমলী আদালত মতলব দক্ষিণে একটি মামলার আবেদন করেন অপর অভিবাবক সদস্য আল-মহসিন প্রধান। মামলার আবেদনে মহসিন প্রধান উল্লেখ করেন ঘটনার দিন নবম শ্রেণীর প্রশ্নে অক্ষর ছোট হওয়ায় প্রশ্ন বাতিল করার অভিযোগ করলে অভিযুক্ত ইকবাল সরকার তার সাথে তর্কে জড়িয়ে পরবর্তীতে কিল ঘুষি মেরে তাকে নীলাফুলা জখম করে। চোঁখে আঘাতের কথা উল্লেখ করে মহসীন সরকার অভিযোগ করেন , অভিযুক্ত তাকে হত্যার উদ্দেশ্যে গলায় চেপে ধরেন।

তবে ঘটনা ও মামলার আবেদনের বিষয়ে জানতে মহসিন প্রধানের সাথে একাধিকবার কথা বলতে চাইলেও তিনি নানা অজুহাত দেখিয়ে কথা বলতে রাজি হননি। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ জুনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বিদ্যালয়টির অফিস সহায়ক সুমন বলেন, একজন বর্তমান পৌর কাউন্সিলর ম্যানেজিং কমিটির সভাপতি, তিনি যেভাবে বলবেন সকল বিষয় সেভাবেই চলবে। আদালতে মামলার আবেদনের বিষয়েও কাউন্সিলরের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত বলে স্বেচ্ছায় বর্ণনা করেন তিনি।

এদিকে পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য মোজাহের হোসেন বলেন , আমরা সাধারণত পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে প্রশ্নপত্রের খামটি খুলে গনণা ও হলে পৌঁছে দিতে শিক্ষকদের মাঝে বিতরণ করি। একই ধারাবাহিকতায় ঘটনার দিন ৯ম শ্রেণীর ইংরেজী পরিক্ষার ঠিক পাঁচ মিনিট আগে হলে প্রশ্নপত্র পৌঁছানোর সাথে সাথে দায়িত্বরত শিক্ষকের কাছ থেকে প্রশ্নের ১ টি কপি ছিনিয়ে নিয়ে সহকারী প্রধান শিক্ষকের কক্ষে ছুটে আসেন অভিবাবক সদস্য মহসিন প্রধান। সহকারী প্রধান শিক্ষকের কক্ষ থেকে বেরিয়ে পূণরায় ৩ নম্বর হলে প্রবেশ করলে অভিবাবক সদস্য ইকবাল সরকার তাকে শান্ত করতে এগিয়ে গেলে মহসিন প্রধান তার উপর চড়াও হন।

একই ঘটনার কথা বর্নণা করেন অপর একজন অভিবাবক সদস্য নাজমুল হোসেন। বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো: নুরুজ্জামান ও ইংরেজী বিভাগের শিক্ষক মনির হোসেনও একই ঘটনা হুবহু বর্ণনা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে হঠাৎ এমন আকস্মিক ঘটনায় জ্ঞান হারিয়ে ফেলেন প্রায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী। এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। পরবর্তীতে সেসব শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা প্রধান করে পরীক্ষায় অংশ গ্রহণ করাতে সক্ষম হন ।

আলোচিত এ ঘটনায় একটি তদন্ত কমিটি ঘঠন করা হয়েছে বলে উল্লেখ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর লিখন সরকার বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এমন স্পর্শকাতর ঘটনার বিষয়ে লিখিত কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন, মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফি।

তবে তিনি মৌখিক ভাবে শুনেছেন উল্ল্যেখ করে বলেন, আমার মেয়ের ভর্তি পরীক্ষার কাজে ঢাকায় যাচ্ছি, ফিরে এসে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে বসবো।

নিউজ ট্যাগ: প্রশ্নপত্র

আরও খবর



প্রয়োজনে শুক্রবারও খোলা রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তর-পূর্বাঞ্চল ও হাওড় এলাকার তাপমাত্রা কম। তবে অতি বৃষ্টিতে কয়েকদিনের মধ্যেই সেখানে বন্যার কারণে পাঠদান বন্ধ রাখতে হবে। এ জন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বলেন, নির্বাহী বিভাগ বিভিন্ন এলাকার পাঠদান বিষয়ে আবহাওয়া দফতর এবং স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সমন্বয় করে নির্দেশনা দিয়ে আসছে। তবে স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত এলে আমাদের কাজের ব্যঘাত ঘটে। তবে আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

আপিল না করা পর্যন্ত আদালতের সিদ্ধান্ত মেনে চলা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে, দুপুরে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন।


আরও খবর
একাদশের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ১৬ মে ২০২৪




ঈশ্বরদীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মে ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

Image

ঈশ্বরদীতে উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার ও গুরুতর আহত হয়েছেন দৈনিক উন্নয়নের কথা পত্রিকার বার্তা সম্পাদক ও শ্রমিকলীগ ঈশ্বরদী পৌর শাখার সভাপতি মো. মজিবর রহমান খান।

মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাতে উপজেলার অরোণকোলা রিফুজি কোলনী এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক উপজেলার মধ্য অরোণকোলা (রিফুজী কোলনী) এলাকার মৃত আক্কাস আলী খান এর ছেলে।

আহত সাংবাদিক মজিবর রহমান জানান, নির্বাচনী সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী পৌর এলাকার ০৯ নং ওয়ার্ড মধ্য অরনকোলা রিফুজি কলোনী গোরস্থানগলি মসজিদের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে পথ আটকিয়ে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়ে লাঠিসোটা ও ইট দ্বারা আহত করে আমার কাছে থাকা সতেরো হাজার তিনশত টাকা ছিনিয়ে নেয়। মাথায় যখম দেখা দেওয়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছি।

তিনি আরো জানান, এ বিষয়ে ঈশ্বরদী থানায় মোঃ রেনু মুন্সি (৫৮) সহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামী করে এজাহার দায়ের করেছি।

সাংবাদিকের উপর হামলার বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ মিন্টু বলেন, এই নির্বাচনকে বিতর্কিত ও অংশগ্রহণ মূলক না করতে বিভিন্ন অপশক্তি বিভিন্ন ভাবে হুমকি ধামকী, অপচেষ্টা ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে বা আমরা একটি শান্তিপূর্ণ অংশগ্রহণ মূলক নির্বাচন করতে চাই। যে সকল দুষ্কৃতিরা এই নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে প্রসাশন কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশাবাদি।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আরও খবর



দেশের সব আদালতে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস

প্রকাশিত:বুধবার ০১ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ০১ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

উচ্চ আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়িত হয়েছে। আগে জামিন আদেশের কপি পেতে অনেক সময় ব্যয় হত। এখন তা সঙ্গে সঙ্গেই আপলোড হয় এবং আদেশ যথাস্থানে পৌঁছে যায়। উচ্চ আদালতের এই সুবিধা দেশের সব পর্যায়ের আদালতে পর্যায়ক্রমে চালু করা হবে। বাংলাদেশ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরো শক্তিশালী হবে বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (১ মে) দুপুরে সিলেটে আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে তিনি সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এসব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেন, আদালতে আসা বিচারপ্রার্থীদের সুবিধাজনক বসার স্থান হিসেবে সিলেটে ন্যায়কুঞ্জের উদ্বোধন করা হলেও আদালতে আসা সব মানুষ এটি ব্যবহার করতে পারবেন। সব মানুষের সমান অধিকার নিশ্চিত হলেই আইনের শাসন প্রতিষ্ঠা হয়।

প্রধান বিচারপতি বলেন, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ সম্মিলিতভাবে কাজ করলে বিচার বিভাগ পূর্ণতা লাভ করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি।


আরও খবর



তীব্র গরমে প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

প্রকাশিত:বুধবার ২৪ এপ্রিল 20২৪ | হালনাগাদ:বুধবার ২৪ এপ্রিল 20২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ৭ দিন বন্ধের পর ২৮ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা।

তবে তাপপ্রবাহ না কমায় এ ছুটি বাড়ছে নাকি ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিভাবকদের একটি অংশ এবং অভিভাবক ঐক্য ফোরাম নামে একটি সংগঠন অনলাইনে ক্লাস চালু রাখার দাবি তুলেছে। অনেকে আবার আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে মত দিচ্ছেন।

এমন পরিস্থিতিতে কী ভাবছে শিক্ষা প্রশাসন? এমন প্রশ্নের অবশ্য সরাসরি জবাব মেলেনি। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া এবং বিকল্প উপায় নিয়ে আলাপ-আলোচনা চালানোর কথা জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান তদারককারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।

শিক্ষা প্রশাসন বলছে, তীব্র গরমে ছুটি বাড়ানো কিংবা অনলাইনে ক্লাস নেওয়া নিয়ে কোনো সিদ্ধান্তই এখনো হয়নি। শিক্ষামন্ত্রী বিদেশ সফরে থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ নিয়ে আলোচনা করেনি। আলোচনা চললেও প্রাথমিক বিদ্যালয় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও।

তবে মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে জোর আলোচনা রয়েছে। হাফ পিরিয়ড বা স্বল্প পরিসরে ক্লাস চালু করতেও মত দিচ্ছেন অনেকে। পাশাপাশি অ্যাসাইনমেন্টসহ ঘরে বসেই শিক্ষার্থীরা করতে পারেএমন কাজ দেওয়ার নির্দেশনা দেওয়া নিয়ে চিন্তাভাবনা করছেন তারা।

তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা। তবে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা খোলা নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।

তিনি বলেন, ছুটি বাড়ানো, ক্লাস কমিয়ে হাফ পিরিয়ড বা স্বল্প পরিসরে নেওয়া কিংবা অনলাইনে ক্লাস চালু করাসব বিষয় সামনে রেখেই আমরা চিন্তা-ভাবনা করছি। তবে কোনো সিদ্ধান্তই এখনো চূড়ান্ত হয়নি। শুক্রবার (২৬ এপ্রিল) বিষয়টি নিয়ে আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। যে সিদ্ধান্তই আসুক, তা শিক্ষার্থীদের জন্য অবশ্যই ইতিবাচক হবে। নেতিবাচক সিদ্ধান্ত সরকার নেবে না।

অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি আর বাড়ছে না বলেই জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। তাপপ্রবাহ যদি না কমে, সেক্ষেত্রে অনলাইনে ক্লাস চালানোর নির্দেশনা দেওয়া হতে পারে। শিক্ষার্থীদের বেশি বেশি অ্যাসাইনমেন্ট দিয়ে অ্যাকটিভ (সক্রিয়) রাখার জন্যও শিক্ষকদের পরামর্শ দেওয়া হতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আলাপ-আলোচনা চলছে। ক্লাস একেবারে বন্ধ রাখার চেয়ে অনলাইন ক্লাস কিংবা বাড়ির কাজ (অ্যাসাইনমেন্ট) দিয়ে শিক্ষার্থীদের কীভাবে পড়ালেখার মধ্যে রাখা যায় সেটা নিয়েও চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে কোনো ব্যাপারেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।


আরও খবর
একাদশের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ১৬ মে ২০২৪




বিএনপির ৭৫ নেতাকে বহিষ্কার

প্রকাশিত:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
রাজনীতি ডেস্ক

Image

দলের সিদ্ধান্ত অমান্য করে সারাদেশে উপজেলা নির্বাচনে অংশ নেয়া বিএনপির ৭৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে এসব নেতাদের নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে ২৮ জন চেয়ারম্যান পদে, ২৬ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসন্ন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন।


আরও খবর